ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় মজুরি স্কেল বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আহ্বান

প্রকাশিত: ০৪:৫০, ৭ জুলাই ২০১৮

  জাতীয় মজুরি স্কেল বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আহ্বান

বুধবার সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের এক সভা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের প্রস্তাবনা এবং জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন, ২০১৫ এর সুপারিশ অনুযায়ী গত সোমবার প্রত্যাশিত ও কাক্সিক্ষতমতে জাতীয় মজুরি স্কেল, ২০১৫ মন্ত্রিপরিষদ সভায় অনুমোদিত হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করেন এবং শ্রমজীবী মানুষের আপনজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিবর্গ, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের চেয়ারম্যান এ আই খানসহ কমিশনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে জাতীয় মজুরি স্কেল, ২০১৫ অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে আগামী ১৬ জুলাই সকাল ১০টায় সারা দেশে রাষ্ট্রায়ত্ত ৫টি কর্পোরেশনের প্রধান কার্যালয় এবং কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ৯০টি শিল্প প্রতিষ্ঠানে ব্যানার-ফেস্টুনসহ একযোগে আনন্দ র‌্যালি করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেনÑ জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি ও পাটকল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান চুন্নু, সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক এম কামাল উদ্দিন, আবুল কুদ্দুস ও মোহাম্মদ আলী, সদস্য শেখ নুরুল হাদী, আশরাফুজ্জামান উজ্জ্বল, ফরিদ উদ্দিন, আতিয়ার রহমান, খোরশেদ আলম, তোফাজ্জল হোসেন, মোঃ মাসুদুর রহমান, আমিনুল হক ভূঁইয়া, মোঃ সাইদুর রহমান ও মাসুদ জাহাঙ্গীর। -বিজ্ঞপ্তি।
×