ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমস্যার অন্ত নেই বরিশাল সিটি কর্পোরেশনে

প্রকাশিত: ০২:৫৯, ৭ জুলাই ২০১৮

  সমস্যার অন্ত নেই বরিশাল সিটি কর্পোরেশনে

সমস্যার অন্ত নেই বরিশাল সিটি কর্পোরেশনে। নাগরিকদের অভিযোগ, মশা, অপরিচ্ছন্ন পরিবেশ আর বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশায় তারা নাজেহাল। কিন্তু গত ৫ বছরে এসব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে নামমাত্র। আবার উন্নয়ন কাজে অনিয়ম আর লুটপাটের অভিযোগও আছে। যদিও মেয়রের দাবি, তিনি যথেষ্ট উন্নয়ন কাজ করেছেন। একসময় পরিচ্ছন্ন আর গোছানো নগরী হিসেবে পরিচিত ছিল বরিশাল। কিন্তু গত ৫ বছরে এখানের উন্নয়ন নিয়ে খুশি নন নাগরিকরা। গুরুত্বপূর্ণ অনেক সড়কই সংস্কার হয়নি বছরের পর বছর। আবার একই সড়ক একাধিকবার সংস্কারের নামে বিল উত্তোলনের অভিযোগও রয়েছে। তারা বলছেন, গত ৫ বছরে মশা নিধনে সিটি কর্পোরেশনের কাউকে দেখা যায়নি। সেই সঙ্গে অপরিচ্ছন্ন পরিবেশ আর খালগুলো পরিষ্কার না করায়ও ক্ষুব্ধ নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনে যারাই প্রার্থী হন, তারাই নগরীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোটের পরে কাজে-কর্মে তার প্রতিফলন দেখা যায় না। যদিও বর্তমান মেয়র, বিএনপি নেতা আহসান হাবিব কামালের দাবি, নগরীর উন্নয়নে তিনি যথাসম্ভব চেষ্টা করেছেন। আগামী ৩০ জুলাইয়ের ভোটে যিনিই নির্বাচিত হবেন, তিনি জনদুর্ভোগ লাঘবে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোবেন, এমন প্রত্যাশা ভোটারদের। -স্টাফ রিপোর্টার
×