ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কড় সব যান নিষিদ্ধ ঘোষণা দাবি

প্রকাশিত: ০৬:০০, ৬ জুলাই ২০১৮

মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কড় সব যান নিষিদ্ধ ঘোষণা দাবি

স্টাফ রিপোর্টার ॥ যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। পাশাপাশি পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিও জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সংগঠনের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়েছে। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইনসুর আলী স্বাক্ষরিত বিবৃতিতে পরিবহন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ১২ দফা দাবি তুলে ধরা হয়েছে। যা পরিবহন মালিক সমিতি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর কথাও জানানো হয়েছে। পাশাপাশি আলোচনা সাপেক্ষে দ্রুত দাবি দাওয়া মেনে নেয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা। অন্যথায় ৩১ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করার কথাও বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২০৯ ধারায় সড়ক পরিবহন শ্রমিকদের স্ব-স্ব মালিক কর্তৃক বাস, ট্রাক চালক ও সহকারী শ্রমিকদের অবিলম্বে নিয়োগপত্র প্রদান এবং নিম্নতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। শ্রম আইন ২০০৬ অনুযায়ী বাস-ট্রাক চালকদের ৮ কর্মঘণ্টা নির্ধারণ, অতিরিক্ত সময় ডিউটির জন্য অতিরিক্ত ভাতা প্রদান ও মালিক কর্তৃক সার্ভিস বুক ইস্যু করতে হবে। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ সংশোধিত ২০১৩ইং অনুযায়ী সড়ক দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকদের পরিবার-পরিজনকে শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা, সিটিং সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায়, যাত্রী হয়রানি বন্ধ ও কতিপয় অসাধু শ্রমিক কর্তৃক পরিবহন মাদক সরবরাহকারীদের চিহ্নিতকরণ ও যৌন হয়রানিতে জড়িত কতিপয় শ্রমিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
×