ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপালী ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশের দাবি

প্রকাশিত: ০৫:৩৮, ৫ জুলাই ২০১৮

 রূপালী ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশের দাবি

আগামী বছরে বোনাস শেয়ারের পরিবর্তে পুরোটাই নগদ লভ্যাংশ দেয়ার দাবি জানিয়েছেন রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডাররা। কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ দাবি জানানো হয়েছে। বুধবার বেলা ১১টায় রাজধানীর মালিবাগে ইম্পেরিয়াল কনভেনশন সেন্টারে রূপালী ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হয়। এতে কোম্পানিটির পর্ষদের ঘোষিত ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া এজিএমে আরও পাঁচটি আলোচ্য সূচী অনুমোদিত হয়। এজিএমে রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, প্রতিনিয়ত আমাদের অনেক প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। এই নানা প্রতিযোগিতার মধ্যেও কোম্পানি সঠিক গন্তব্য স্থানে পৌঁছাতে পেরেছে। যে কারণে ২০১৭ সালে নিট মুনাফা বেড়ে হয়েছে ১৬ কোটি টাকা। যার পরিমাণ পূর্ববর্তী বছরে ছিল ১৪ কোটি টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×