ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্বত্যাঞ্চলে অস্ত্র উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা চায় কমিটি

প্রকাশিত: ০৬:১৩, ৪ জুলাই ২০১৮

পার্বত্যাঞ্চলে অস্ত্র উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা চায় কমিটি

সংসদ রিপোর্টার ॥ সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি বন্ধে পার্বত্যাঞ্চলে অস্ত্র উদ্ধারের ওপর গুরুত্বারোপ করেছে সংসদীয় কমিটি। এ কাজে পুলিশ প্রশাসনকে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ দেয়া হয়েছে। কমিটি সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার এবং এম এ আউয়াল অংশ নেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং শিল্প ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ভূমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব, পার্বত্য খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
×