ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলায় সালাউদ্দিন টুকু রিমাণ্ডে

প্রকাশিত: ০৫:১২, ৩ জুলাই ২০১৮

নাশকতার মামলায় সালাউদ্দিন টুকু রিমাণ্ডে

স্টাফ রিপোর্টার ॥ নাশকতার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা আরেক মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হান উল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক স ম কাইয়ুম গত ২৬ জুন সুলতান সালাউদ্দিন টুকুকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করে দেন। রিমান্ড শুনানিকালে সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে গোলাম মোস্তাফা খান, মীনার হোসেন ফারুক রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানিতে তারা বলেন, টুকু নির্দোষ, নিরপরাধ। ঘটনার সঙ্গে তিনি জড়িত না বা তিনি এ সম্পর্কে অবগত না। আর ওইদিন কোন অপরাধ সংঘটিত হয়নি। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে তাকে মামলায় জড়ানো হয়েছে।
×