ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে ধানবীজ বিতরণ

প্রকাশিত: ০৩:৫৮, ৩ জুলাই ২০১৮

বিনামূল্যে ধানবীজ বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে চাষীদের মাঝে বিনামূল্যে উফশী জাতের রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রামপাল উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ আফতাব উদ্দিন। রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক দীপক কুমার রায়, রামপাল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত প্রমুখ। ১০ হাত অজগর উদ্ধার সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২ জুলাই ॥ উপজেলায় একটি পুকুর থেকে ১০ হাত লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার দুুপুর ১২টার দিকে চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া গ্রামের বটতলা এলাকার ইছাহাক হাওলাদারের বাড়ির পুকর থেকে সাপটিকে উদ্ধার করা হয়। ইছাহাক মিয়া জানান, তার পুকুরে সাপটি ভাসতে দেখে পাথরঘাটা পৌরসভার সাপুড়ে দুলাল ফকিরকে খবর দেয়। দুলাল ফকির ওই বাড়ির পুকুর থেকে ১০ হাত লম্বা অজগর সাপটি উদ্ধার করে। তিনি আরও বলেন, ওই সাপটি তার পুকুরে অনেক মাছ খেয়ে ফেলেছে। পরে বনবিভাগের হাতে সোপর্দ করা হয়।
×