ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পূবালী ব্যাংকের ঋণমান ডাবল এ

প্রকাশিত: ০৪:২৭, ২ জুলাই ২০১৮

পূবালী ব্যাংকের ঋণমান ডাবল এ

সর্বশেষ সার্ভিল্যান্স এনটিটি রেটিং অনুসারে দীর্ঘমেয়াদে পূবালী ব্যাংক লিমিটেডের ঋণমান ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে পূবালী ব্যাংক। গেল বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৫ টাকা ২৯ পয়সায়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পূবালী ব্যাংকের ইপিএস হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৭১ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ২৬ টাকা ২ পয়সায়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক লভ্যাংশ দেয় পূবালী ব্যাংক। -অর্থনৈতিক রিপোর্টার
×