ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দীপ্ত টিভির নতুন ধারাবাহিক ‘নিউইয়র্ক থেকে বলছি’

প্রকাশিত: ০৪:২০, ২ জুলাই ২০১৮

 দীপ্ত টিভির নতুন ধারাবাহিক ‘নিউইয়র্ক থেকে বলছি’

স্টাফ রিপোর্টার ॥ দীপ্ত টিভিতে শনি-বৃহস্পতিবার সন্ধ্যা ৬-৩০ মিনিট ও রাত ৯-৩০ মিনিটে প্রচার থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘নিউইয়র্ক থেকে বলছি’। আজ সোমবার নাটকের তৃতীয় পর্ব প্রচার হবে। নাটকটি রচনা করেছেন রূপান্তর এবং পরিচালনা করেছেন রহমত উল্লাহ তুহিন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, টনি ডায়েস, ইন্তেখাব দিনার, হিল্লোল, সাবেরি আলম, তারিন, নওশিন, রিচি সোলায়মান, ইশানা, জেনি এবং আরও অনেকে। একদল নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী আর ঢাকায় পেছনে ফেলে যাওয়া তাদের প্রিয়জনের পথচলার গল্প নিয়ে তৈরি হয়েছে ড্রামা সিরিয়াল ‘নিউইয়র্ক থেকে বলছি’। ‘নিউইয়র্ক থেকে বলছি’ নাটকের গল্পে দেখা যাবে মাজেদ সাহেব স্বপ্ন দেখেন একদিন মেয়ে মিরা ফিরে এসে তার অসুস্থ স্ত্রী পারভিনকে আধুনিক চিকিৎসার জন্য নিয়ে যাবে আমেরিকায়। মিরা আমেরিকায় উচ্চ জীবনযাপন করতে গিয়ে দেনার ভারে জর্জরিত। মা-বাবার থেকে সব লুকিয়ে রাখলেও পারভিন মারা গেলে দেশে ফিরতে বাধ্য হয় মিরা। ইভানা আমেরিকায় যাওয়ার পর চেষ্টা করছে যে কোনভাবে ওখানে সেটেল হয়ে প্রেমিক ইন্তুকে ঢাকা থেকে তার কাছে নিয়ে যাওয়ার। নাগরিকত্ব পাওয়ার জন্য ইভানা বাধ্য হয় নিউইয়র্কের ক্যাব চালক কৌশিককে কন্ট্রাক্ট বিয়ে করতে। কৌশিক ইভানাকে কিছুতেই ডিভোর্স দেয় না। ইন্তু ঠিক করে তার কফিশপ বেচে চলে যাবে নিউইয়র্ক। কিন্তু ভালবাসার কফিশপ বেচতে দেয় না ইন্তুর মা রেহানা।
×