ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের পর বেড়েছে পেঁয়াজের ঝাঁজ

প্রকাশিত: ০৩:৪৮, ২৫ জুন ২০১৮

ঈদের পর বেড়েছে পেঁয়াজের ঝাঁজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদের পর হঠাৎ বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। কেজি প্রতি বেড়েছে ৫ টাকা করে। তবে দেশী পেঁয়াজের দাম বাড়েনি। আগের দাম ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে। কিন্তু আমদানি করা বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। ঈদের আগে এই পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের কারণে পেঁয়াজ আমদানিতে কিছুটা সমস্যা হয়েছে। লোড আনলোড বন্ধ ছিল। ফলে পাইকারি বাজারে হুহু করে বাড়তে শুরু করেছে বড় পেঁয়াজের দাম। এর সঙ্গে শ্রমিক সঙ্কটও রয়েছে। রবিবার সকালে মিরপুরের কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, ঈদের পর বাজার কিছুটা জমে উঠেছে। দোকানিরা পাইকারি বাজার থেকে পণ্য কিনে বিক্রির জন্য সাজিয়েছেন। পেঁয়াজের দাম জানতে চাইলে খুচরা দোকানদার আনিস বলেন, পেঁয়াজের দাম বেড়েছে ভারতেরটার (বড় পেঁয়াজ)। খুচরা-পাইকারি দুক্ষেত্রেই হঠাৎ বেড়ে গেছে। পাল্লা (৫ কেজি) দরে বড় পেঁয়াজের দাম পড়ত কেজি প্রতি ১৭-১৮ টাকা। এখন সেটা পড়ছে ২৫-২৭ টাকা। এর বাইরে পরিবহন ভাড়া আছে। সব মিলিয়ে ৩০-এর নিচে কোনভাবেই বিক্রি করা যাচ্ছে না। তবে দেশী পেঁয়াজের দাম বাড়েনি।
×