ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬১৫ পরিবার পেল বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৪:৩০, ২৩ জুন ২০১৮

৬১৫ পরিবার পেল বিদ্যুত সংযোগ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২২ জুন ॥ উপজেলায় ধুরুয়া, মধ্যধুরুয়া, বারুইগ্রাম, শেরপুর, চানপুর গ্রামে ৬১৫ পরিবারের মাঝে পল্লীবিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম এলাকায় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। এর আগে নান্দাইল পল্লীবিদ্যুতের পরিচালক মৃনাল কান্তি গোস্বামীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, পল্লীবিদ্যুতের নান্দাইল আঞ্চলিক অফিসের ডিজিএম মুকলেছুর রহমান, সিনিয়র সাংবাদিক আলম ফরাজি, উপজেলা আওয়ামী লীগ নেতা হাসান মাহমোদ জুয়েল, চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া, পল্লীবিদ্যুতের সাবেক পরিচালক টিপু সুলতান প্রমুখ।
×