ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সাত মাসে সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০৪:১২, ২২ জুন ২০১৮

পুঁজিবাজারে সাত মাসে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদের পরের প্রথম কার্যদিবস দরপতন হলেও পরের তিন কার্যদিবস উত্থানে রয়েছে দেশের শেয়ারবাজার। বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে ৮৫৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ৭ মাস ২৩ দিন বা ১৩৭ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে ২০১৭ সালের ২৮ নবেম্বর ৯২৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। অপর শেয়ারবাজার সিএসইতেও লেনদেন বেড়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ২৯ লাখ টাকার। যা ২২ কার্যদিবস বা ১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২০ মে সিএসইতে লেনদেন হয়েছিল ৫১ কোটি টাকার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ্ সূচক ১৩ ও ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৬৩ ও ১ হাজার ৯৮১ পয়েন্টে। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১৬, সিএসই-৩০ সূচক ১৬৭, সিএসসিএক্স ১১১ এবং সিএসআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৫০, ১৫ হাজার ১৭৫, ১০ হাজার ১৫৩ ও ১ হাজার ১২৭ পয়েন্টে। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। আর সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪২টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার কোম্পানি লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনা টিউব ও কুইন সাউথ টেক্সটাইল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন, প্রাইম টেক্স, কুইন সাউথ টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, এটলাস বাংলাদেশ, বিডি ফাইন্যান্স, বিডি ল্যাম্প, বিডি অটোকার, মুন্নু সিরামিক ও প্রিমিয়ার সিমেন্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- জনতা ইন্স্যুরেন্স, মেঘনা পেট, রিপাবলিক, সামাতা লেদার, মেঘনা কনডেন্স মিল্ক, সোনারগাঁও টেক্সটাইল, বিচ হ্যাচারি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, গোল্ডেন সন ও রেনউইক যজ্ঞেশ্বর।
×