ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুমোদনের জন্য একনেকে উঠছে আজ

বিদ্যুত সঞ্চালনে সামর্থ্য বাড়াতে ৩ হাজার ২৭৪ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০৫:২৫, ২১ জুন ২০১৮

বিদ্যুত সঞ্চালনে সামর্থ্য বাড়াতে ৩ হাজার ২৭৪ কোটি টাকার প্রকল্প

আনোয়ার রোজেন ॥ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আট জেলায় বিদ্যুত সঞ্চালনের (ট্রান্সমিশন) সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প হাতে নিয়েছে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে খরচ হবে ৩ হাজার ২৭৪ কোটি টাকা। খরচের সিংহভাগ অর্থ পাওয়া যাবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে। ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণের এই প্রকল্পে এডিবির সহায়তা ধরা হয়েছে ২ হাজার ২৭৫ কোটি টাকা। আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি উপস্থাপন করা হচ্ছে বলে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যত অর্থনৈতিক অঞ্চলের জন্য বরিশাল এলাকায় বিদ্যুত বিতরণের সক্ষমতা বাড়ানো। এর পাশাপাশি দেশের বৃহত্তম কৃষি উৎপাদন এলাকা হিসেবে পরিচিত রাজশাহী বরেন্দ্র অঞ্চল এবং ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ করা। একনেকে অনুমোদন পেলে আগামী জুলাই থেকে জুন ২০২৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য শামীমা নার্গিস বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চাহিদা অনুযায়ী দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আট জেলার ২২ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুত বিতরণে প্রয়োজনীয় সহায়ক অবকাঠামোর উন্নয়ন করা হবে। প্রকল্পের আওতায় তিন বিভাগের আট জেলার ২২ উপজেলা রয়েছে। এগুলো হলোÑ ফরিদপুরের সদর, নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা এবং মাদারীপুরের সদর, রাজৈর ও কালকিনী উপজেলা। বরিশাল জেলার সদর, গৌরনদী, বাবুগঞ্জ, উজিরপুর উপজেলা। রাজশাহীর তানোর, বগুড়ার সদর, কাহালু, নন্দীগ্রাম ও আদমদীঘি, নওগাঁর সদর, মান্দা ও নিয়ামতপুর উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় গ্রিড সম্প্রসারণের কাজ করা হবে। প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ৬৮৩ কোটি টাকা এবং পিজিসিবির তহবিল থেকে ৩১৪ কোটি টাকা খরচ করা হবে। সূত্র জানায়, ২০৩০ ও ২০৪১ সাল নাগাদ দেশকে মধ্য ও উচ্চ আয়ের দেশে উন্নীত করার জন্য সরকার দেশব্যাপী ১০০ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। ক্রমবর্ধমান শিল্পায়নের ফলে সারাদেশে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বার্ষিক ১০ থেকে ১২ শতাংশ হারে। বিদ্যুত উৎপাদন ও বিতরণ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চালন খাতের উন্নয়নে কর্মসূচী নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এ প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, বগুড়া, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ দেশের অন্যতম কৃষি উৎপাদন এলাকা। এসব এলাকার মানুষ সেচ কাজের জন্য বিদ্যুত চালিত গভীর নলকূপের উপর নির্ভরশীল। উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় সামঞ্জস্য না থাকায় লো-ভোল্টেজসহ নানা কারণে সেচপাম্প ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে সমস্যা মিটে যাবে। এদিকে পদ্মা সেতু হয়ে গেলে বরিশাল, ফরিদপুর ও গোপালগঞ্জে শিল্প ও বাণিজ্যের ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বরিশালে তিনটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ফলে আগামী কয়েক বছরের মধ্যে এসব এলাকায় বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়বে। প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মোট ২৬৭ কিলোমিটার ডাবল সার্কিট লাইন নির্মাণ, বগুড়ায় (পশ্চিম) ৪০০/২৩০ কেভি আউটডোর জিআইএস উপকেন্দ্র নির্মাণ, রহনপুরে (চাঁপাইনবাবগঞ্জ) ও ফরিদপুরে ৪০০/১৩২ কেভি আউটডোর জিআইএস উপকেন্দ্র নির্মাণ, গোপালগঞ্জ সাব স্টেশনের সক্ষমতা ৪০০/২৩০ কেভিতে উন্নীতকরণ, বরিশালে দুইটি ২৩০ কেভি উপকেন্দ্রে বে সম্প্রসারণ এবং চাঁপাইয়ে দুইটি পুরনো ১৩২ কেভি উপকেন্দ্রে বে সম্প্রসারণ। সাধারণ অর্থনীতি বিভাগ সূত্র জানায়, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিদ্যুতের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যবিমোচন ও অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের আওতায় ১৪ হাজার ২০০ কিলোমিটার নতুন লাইন নির্মাণ, ১১৫ সাব-স্টেশন নির্মাণ, ১৪ লাখ নতুন গ্রাহক সংযোগ ও সিস্টেম লস ৯ দশমিক ৮ শতাংশে হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ২ হাজার ১০৬ কিলোমিটার নতুন লাইন নির্মাণ, বিদ্যমান ১ হাজার ২০২ কিলোমিটার পুরনো লাইন সংস্কার, ১৪টি নতুন ৩৩/১১ কেভি উপকেন্দ্র স্থাপন, ১৯ বিদ্যমান ৩৩/১১ কেভি উপকেন্দ্রের রিনোভেশন ও আপগ্রেডেশনসহ বিদ্যুত বিতরণে আধুনিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার জন্য স্ক্যাডা সিস্টেম প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে।
×