ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এসএমই ঋণের সুদ কমানোর উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশিত: ০৭:১৯, ১৩ জুন ২০১৮

এসএমই ঋণের সুদ কমানোর উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ড ঋণ ছাড়া বাকি সব ঋণ এবং আমানতের সুদের হারের মধ্যে ব্যবধান ৪ শতাংশ নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ জুন) সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বিশেষভাবে বলা আছে- অন্যান্য ঋণের সঙ্গে এসএমই খাতের ঋণের সুদের হার ও হিসাবায়ন করে ঋণ ও আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে। এতদিন কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের মধ্যে সীমিত রাখার নির্দেশনা ছিল। সাম্প্রতিক সময়ে ঋণে সুদের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে গত ৩০ মে এই হার কমিয়ে স্প্রেড ৪ শতাংশ নামিয়ে আনার নির্দেশনা দিলেও এসএমই খাতের বিষয়ে পরিষ্কার করে কিছুই বলা ছিল না। ফলে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছিল। -অর্থনৈতকি রিপোর্টার
×