ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৭, ১০ জুন ২০১৮

আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের কোন সম্ভাবনা নেই। বিএনপি বা তাদের বিশ দলীয় জোট যদি আগামী সংসদ নির্বাচনে না আসে সেক্ষেত্রে হয়ত যে যার মতো নির্বাচন করতে পারে, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। তবে আমি বিশ^াস করি, মুক্তিযুদ্ধের সপক্ষে আমরা যারা সবাই আছি সম্পৃক্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। শনিবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক সোনাহাট স্থলবন্দর উদ্বোধন উপলক্ষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ইমিগ্রেশন চালুর ব্যাপারে বলেন, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে আমরা ইমিগ্রেশন চালু করব। পরে স্থলবন্দর চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। আরও বক্তব্য রাখেন বংলাদেশ স্থলবন্দর কর্তপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী। শ্রীপুরে নাতির সঙ্গে বাগ্বিত-ায় প্রাণ গেল দাদার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে গাছ থেকে কাঁঠাল পারাকে কেন্দ্র করে নাতির সঙ্গে বাগ্বিত-ার জেরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম কদম আলী বেপারী (৫৮)। সে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মৃত সমেদ আলী মাদবরের ছেলে। শ্রীপুর মডেল থানার এসআই সৈয়দ আজিজুল হক নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের শরাফত আলীর ছেলে নাজমুল হাসান (৩৫) শুক্রবার সন্ধ্যায় খাওয়ার জন্য তার চাচাত দাদা কদম আলীর গাছ থেকে দু’টি কাঁঠাল কেটে নিচ্ছিল। এসময় কদম আলী বাধা দিলে দাদা ও নাতির মাঝে বাগ্বিত-া হয়। বাগ্বিত-ার একপর্যায়ে বুকে ব্যথা অনুভব করলে কদম আলী বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে কদম আলীর মৃত্যু হয়।
×