ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেভিড ওয়ার্নারও খেলবেন কানাডা লীগে

প্রকাশিত: ০৭:৩০, ৫ জুন ২০১৮

ডেভিড ওয়ার্নারও খেলবেন কানাডা লীগে

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দল থেকে এক বছরের জন্য নির্বাসিত হলেও এবার কানাডিয়ান টি২০ লীগে খেলতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কাে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। স্মিথ খেলবেন টরেন্টো ন্যাশনালসের হয়ে। সে পথেই হাঁটলেন ওয়ার্নার। উইনিপেগ হকের হয়ে খেলবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ফিরতে না পারলে, এ টুর্নামেন্ট শেষেও খেলা চালিয়ে যাবেন ওয়ার্নার। নিশ্চিত করেছেন তিনি নিজেই। এর আগে ঘরোয়া টুর্নামেন্টে খেলার জন্য ওয়ার্নার চুক্তি করেন নর্দান টেরিটোরির হয়ে। একই দলের হয়ে ইতোমধ্যেই নাম লিখিয়ে রেখেছেন আরেক নিষিদ্ধ খেলোয়াড় বেনক্রফটও। সব ঠিক থাকলে কানাডিয়ান টি২০ টুর্নামেন্ট শেষ হলেই এক সঙ্গে আবার খেলতে দেখা যাবে এই দুই অস্ট্রেলিয়ানকে। কানাডাতে অনুষ্ঠিত এই বৈশ্বিক টি২০তে স্মিথ, ওয়ার্নাররা ছাড়াও খেলবেন লাসিথ মালিঙ্গা, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শাহীদ আফ্রিদি, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভোসহ আরও বড় বড় টি২০ তারকা।
×