ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চৌগাছা ইউএনওর বিরুদ্ধে গ্রাম পুলিশদের বিক্ষোভ

প্রকাশিত: ০৭:০২, ৫ জুন ২০১৮

চৌগাছা ইউএনওর বিরুদ্ধে গ্রাম পুলিশদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ থানা হাজিরা চাওয়ায় ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদারদের (গ্রামপুলিশ) সঙ্গে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ঘটনার পরপরই উপজেলার বিভিন্ন ইউনিয়নের চৌকিদার-দফাদারগণ একত্রে ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করতে থাকেন। সোমবার বেলা ১২টার দিকে চৌগাছা উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা গ্রামপুলিশ সমিতির সভাপতি ও ফুলসারা ইউনিয়ন পরিষদের দফাদার রেজাউল ইসলাম বলেন, আমরা আমাদের থানা হাজিরা (প্যারেডের) বিলে স্বাক্ষর করার অনুরোধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গেলে তিনি বলেন বিষয়টি তো তোমাদের বুঝিয়ে বলেছি। একথা বলেই তিনি আমাকে অশ্লীল গালিগালাজ করেন এবং তার কর্মচারীদের বলেন এই আমার গাড়ি থেকে লাঠিটি নিয়ে আসো তো ওকে লাঠিপেটা করে বের করে দিই। এ কথা বলে আমাকে বারবার গালি দিয়ে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। সে এসময় ইউএনও অফিসে থাকা হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান আমাদের বাইরে বেরিয়ে যেতে বললে আমরা বাইরে চলে যাই। সমিতির সাধারণ সম্পাদক ও স্বরূপদাহ ইউপির দফাদার হাসানুজ্জামান বলেন, আমাদের থানা হাজিরার ১১ মাসের ভাতা বকেয়া রয়েছে। আমরা সামান্য বেতনে চাকরি করি। পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাই। সেখানে এক একজনের প্রতি মাসে প্রায় ১২০০ টাকা করে ১১ মাসের ভাতার টাকা বাকি রয়েছে। সেই টাকা চাইতে গেলে ইউএনও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন বলেন, তারা ভাতার টাকা চায়। এজন্য প্রায়ই তারা অফিসে আসে। তাদের বুঝিয়ে বলা সত্ত্বেও জোট বেঁধে অফিসে আসে। উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, ফান্ডে টাকা না থাকায় তাদের বকেয়া ভাতা দেয়া যাচ্ছে না বলে ইউএনও আমাকে জানিয়েছেন। যে টাকা রয়েছে তা ইউপি সচিবদের জন্য জেলা পরিষদে দিতে হবে। তবে তার সঙ্গে কথা বলে যে টাকা আছে সেখান থেকে ঈদের আগে যথাসম্ভব বকেয়া টাকা চৌকিদার-দফাদারদের দেয়া হবে বলেও তিনি বলেন।
×