ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলঢাকায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:৫৯, ৫ জুন ২০১৮

জলঢাকায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আবু তালেব (৫২) নামের এক চার্জার ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার উত্তর দেশীবাই গাড়িরঘাটি ব্রিজ এলাকার একটি ভুট্টা ক্ষেতে। সোমবার সকালে পুলিশ আবু তালেবের মরদেহ উদ্ধার করে দুপুরে লাশের ময়নাতদন্ত করেছে। হত্যার শিকার আবু তালেক উপজেলার বগুলাগাড়ি এলাকার সরেতুল্লাহ মামুদের ছেলে। জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে নিজস্ব চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে যাত্রী পরিবহনে বের হয়। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। সোমবার ভোরে নিহত তালেবের বইড়র এক কিলোমিটার অদূরে উত্তর দেশীবাই গাড়িরঘাটি ব্রিজ এলাকায় একটি ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার চার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ফরিদপুরে গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সদর উপজেলার বাইপাস সড়কের আলালপুরের রাস্তার পাশে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির নাম আজাদ খাঁ (৪৫)। তিনি ফরিদপুর পৌরসভার দক্ষিণ টেপাখোলা-হরিসভা এলাকার সেলিম খাঁর ছেলে। স্থানীয়রা জানান, সোমবার সকালে গ্রামের লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহতের মেয়ে জামাই আব্দুর রাজ্জাক জানান, গত তিন দিন যাবত তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে বিভিন্ন লোকের কাছে শুনে এখানে এসে দেখি আমার শ্বশুরের লাশ পড়ে আছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাসিম জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের মাথায় ও কানের দুই পাশে গুলির ছিদ্র রয়েছে। তার কোমরে গোজা একটি প্যাকেটে ৯৮ ইয়াবা পাওয়া গেছে। মঠবাড়িয়ায় স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, মঠবাড়িয়ায় দুলাল মোল্লা (১১) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার রাতে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের নিজ বাসার বারান্দা থেকে পুলিশ ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত দুলাল অটো চালক বেল্লাল হোসেন মোল্লার বড় ছেলে ওটিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র।
×