ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় মাদক সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে

প্রকাশিত: ০৭:০৩, ৩ জুন ২০১৮

নওগাঁয় মাদক সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ জুন ॥ সারাদেশের মতো নওগাঁ জেলা জুড়ে চলছে পুলিশের মাদকবিরোধী অভিযান। মাদকসেবীর মতো চুনোপুঁটি ধরা পড়লেও মাদকের গডফাদাররা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। জেলার সীমান্তঘেঁষা ধামইরহাট থানা পুলিশের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ উঠেছে। মাদক সরবরাহের সবচেয়ে বড় আখড়া বলে খ্যাত সদর উপজেলার সালেবাজ গ্রামের মিলনটফি দম্পতি শুধু মাদক করে মাত্র কয়েক বছরের মধ্যে কোটিপতি বনে গেছে। কয়েক বছর আগেও যে মিলন ছিল একজন ডে-লেবার। এখন সে টাকার পাহাড়ে বসবাস করছে। এরই মধ্যে মাত্র কিছুদিন আগে পাহাড়পুর বাজারে অবস্থিত জনৈক হামিদুর রহমান মন্টুর নিকট থেকে কোটি টাকা মূল্যের বয়লার চাতাল ক্রয় করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচিত হয়ে উঠেছে। সদর উপজেলার কির্ত্তীপুর ইউনিয়নের মাদকের জন্য বহুল আলোচিত গ্রাম সালেবাজ। মাদকের জন্য এই গ্রাম সারাদেশে বেশ আলোচিত হয়ে ওঠে। এই গ্রামের বেশ কয়েকটি পরিবার মাদক কারবারে জড়িয়ে পড়ে। নওগাঁ শহরসহ বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা রাতদিন দলে দলে সেই গ্রামে গিয়ে মাদকসেবন করে থাকে। এই গ্রামের এক দম্পতি মিলন ও তার স্ত্রী টফি। মিলন ছোট থেকে তার মামার বাড়ি সদর উপজেলার হালঘোষপাড়ায় পালিত হতে থাকে। আজ থেকে ১০ বছর আগে ২৫ বছর বয়সে সে ফিরে আসে নিজ বাড়িতে। বর্তমানে তার বয়স ৩৫ বছর। ওই গ্রামের মৃত খোরশেদ আলীর কন্যা টফি। অন্যত্র টফির বিয়ে হলেও পরবর্তীতে মিলন তাকে প্রেমের ফাঁদে ফেলে ফুঁসলিয়ে বিয়ে করে আনে।
×