ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেলা পর্যায়ে শুরু হলো শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:১১, ৩ জুন ২০১৮

জেলা পর্যায়ে শুরু হলো শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ জেলা পর্যায়ে শুরু হলো জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলার আইসিটি শিক্ষক ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব কো-অর্ডিনেটরদের প্রশিক্ষণ প্রদান শেষে শনিবার আনুষ্ঠানিকভাবে জেলা পর্যায়ে শুরু হলো এ কার্যক্রম। ইয়ং বাংলা এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা হচ্ছে। এর আগে, গত ১৬-১৭ এপ্রিল প্রশিক্ষকদের জন্য দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হয় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে। সেখানে দেশের প্রতিটি জেলা থেকে মোট ৩৬০ জন আইসিটি শিক্ষক এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কো-অর্ডিনেটরেরা প্রশিক্ষণ নেন। এরপর মে মাসের ১২ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত এই আইসিটি শিক্ষক ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কো-অর্ডিনেটরেরা সারাদেশে স্কুলগুলো থেকে শিক্ষার্থী বাছাই শেষে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে পাইথন ও স্ক্র্যাচের প্রশিক্ষণ প্রদান করেন। শিক্ষার্থীদের ল্যাব প্রশিক্ষণ শেষে এবার শুরু হচ্ছে জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
×