ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নদী রক্ষায় আইনের সঠিক ক্ষমতা প্রয়োগ করতে হবে

প্রকাশিত: ০৫:০৮, ২ জুন ২০১৮

নদী রক্ষায় আইনের সঠিক ক্ষমতা প্রয়োগ করতে  হবে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১ জুন ॥ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, নদ-নদী, খাল, বিল রক্ষায় প্রশাসনকে তার আইনের সঠিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। নদ-নদী প্রতিটি নাগরিকের। এটি কারও একার নয়। নদীর দখলদারদের আমরা ছাড় দেব না। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যে সব স্থানে নদ-নদী দখল ও দূষণ হয়ে যাচ্ছে তার কারণ উপজেলা নির্বাহী কর্মকর্তার জানা জরুরী। এর পেছনে কোন মহল জড়িত তাদের খুঁজে বেড় করে প্রয়োজনে উচ্ছেদ অভিযান চালাতে হবে। সেক্ষেত্রে যদি কোন সংসদ সদস্য বাধা বা সরকারী কাজে হস্তক্ষেপ করে তবে তার বিরুদ্ধেও প্রশাসন চাইলে ব্যবস্থা নিতে পারে। প্রশাসনের কর্মরত কর্মকর্তাদের ভয় পেলে চলবে না। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদ-নদী দখল, দূষণ প্রতিরোধ এবং নাব্য রক্ষাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘নদী রক্ষা ও ভাঙ্গন রোধ করতে হলে পানির সঠিক ব্যবহার, নদীর নাব্য রক্ষায় আমাদের চ্যালেঞ্জ ও মাস্টারপ্লান নিতে হবে। আমাদের কমিশন আগের মতো নেই। নদ-নদীর সুরক্ষায় আমরা এখন কঠোর অবস্থানে আছি। বর্ষা মৌসুমে আমরা যে পানি পাই তা আমরা ধরে রাখতে পারি না। কিন্তু আমাদের এই পানিকে সংরক্ষণ করা প্রয়োজন। নদ-নদীর নাব্য রক্ষয় যে সব অংশে পলি পড়েছে সেখানে খনন করতে হবে প্রতি বছর।’ শিবচর উপজেলার নদ-নদীল দখল ও দূষণের চিত্র দেখে কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার ওই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে তার কর্মকান্ড নিয়ে বলেন, শিবচরে নানা সমস্যার কথা শুনেছি। তবে এসব শুনে আমরা প্রশাসনের কর্মকর্তারা চুপ থাকতে পারি না।
×