ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ॥ আটক দুই

প্রকাশিত: ০৬:৪৭, ১ জুন ২০১৮

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ॥ আটক দুই

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৩১ মে ॥ উপজেলা সদরে অনুষ্ঠিত বিএনপির ইফতার মাহফিলে বিএনপি নেতা গিয়াস উদ্দীন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি, কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এহেন বক্তব্যের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন বাদী হয়ে দায়েরকৃত মামলায় পুলিশ ২ আসামিকে বুধবার রাতে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক মনছুর আলম চৌধুরী (৪৭) ও উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার (৬০)। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার কারণে বৃহস্পতিবার চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় যুদ্ধাপরাধে দ-প্রাপ্ত সালাউদ্দীন কাদের চৌধুরীর ছোট ভাই ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরীকে আসামি করা হয়। অবশেষে ছয় দিন পর ছাত্রীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি এলাকায় তিস্তা নদীতে ভেসে যাওয়া চতুর্থ শ্রেণীর ছাত্রী মোহনা আক্তারের (৯) ছয় দিন পর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার রাত ৮টার দিকে পানি উন্নয়ন বোর্ড ও তিস্তা ব্যারেজের কর্তৃপক্ষের সহায়তায় মোহনার লাশ উদ্ধার করা হয়। এ সময় সেখানে শত শত মানুষের ভিড় জমে। সেখানে টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীনের উপস্থিতিতে তিস্তা ব্যারেজের ৩৪ নম্বর জলকপাট হতে মোহনার লাশটি উদ্ধার করে টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি গ্রামে নিয়ে গিয়ে রাতেই দাফন করা হয়। মোহনা ওই গ্রামের মনোয়ার হোসেন ও তাসমিরা বেগমের মেয়ে। টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোহনা গত বৃহস্পতিবার (২৪ মে) বিকেল চারটায় খেলার ছলে নদীতে নামতে গিয়ে স্রোতে ভেসে যায়। সে আমার ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে ও পার্শ¦বর্তী খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামে তার নানা রহিদুল ইসলামের বাড়িতে থেকে ব্র্যাক স্কুলে লেখাপড়া করত। সে চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। মোহনা ঘটনার দিন সকালে নানার বাড়ি হতে বাবার বাড়িতে বেড়াতে এলে বিকেলে ওই দুর্ঘটনাটি ঘটে।
×