ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোচিত খবর

প্রকাশিত: ০৩:৫০, ৩১ মে ২০১৮

আলোচিত খবর

জেমস বন্ড নিয়ে আসছেন ড্যানিয়েল ক্রেগ জেমস বন্ড সিরিজের ছবিগুলো সারা পৃথিবী জুড়েই ব্যাপক জনপ্রিয়। এই সিরিজের সবগুলো ছবিই সুপারহিট। নজর কাড়া স্টান্ট ও এ্যাকশন ছবিগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বন্ড সিরিজের শেষ ছবি ছিল ‘স্পেক্টার’। যেটিতে অভিনয় করেছিলেন ড্যানিয়েল ক্রেগ। তবে এতগুলো পুরনো খবরের মধ্যে একটি নতুন খবর হচ্ছে, রূপালী পর্দা মাতাতে আবারও আসছে বিশ্বব্যাপী জনপ্রিয় সেই বন্ড সিরিজের পরবর্তী ছবি। এবার পঞ্চমবারের মতো হলিউডের জেমস বন্ড সিরিজের চলচ্চিত্রে ফিরছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। অস্কার জয়ী নির্মাতা ড্যানিবয়েলের বন্ড সিরিজের ২৫তম কিস্তির ছবিতে অভিনয় করতে দেখা যাবে ‘জেমসবন্ড’ খ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে। নতুন এ ছবির মুক্তির সাম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ২০১৯ সালের ২৫ অক্টোবর। চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে ছবিটির প্রোডাকশন শুরু হবে যুক্তরাজ্যের পাইন উড স্টুডিওতে। বন্ড সিরিজের এবারের ছবিটির নাম ‘ইড়হফ ২৫’। ‘দ্য নেমইজ বন্ড’ জেমসবন্ড।’ এই ছবিতে ও দামি ট্যাক্সিডো এবং বো পরিহিত রমণী-মোহন ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমসবন্ড কে পর্দায় দেখে মুগ্ধ হবেন দর্শক। এর আগে চতুর্থ ছবি ‘স্পেক্টার’-এ অভিনয় করার পর বেশ কয়েকটি সাক্ষাতকারে ড্যানিয়েল জানিয়েছিলেন, বন্ড মুভিতে অভিনয় করার জন্য যেসব স্টান্ট করতে হয়, যে পরিমান শারীরিক ফিটনেস বজায় রাখতে হয়, তা সত্যিই কঠিন। সারা বিশ্বে বন্ড ছবির অসংখ্য ভক্ত। ছবির আলাদা একটা চাহিদা রয়েছে। সেই অনুযায়ী নিজেকে ভাঙাচুরা করতে হয়, যেটা এই বয়সে খুবই কষ্টকর।’ ড্যানিয়েলের এমন বক্তব্যের পরেই পরবর্তী বন্ড হিরোকে নিয়ে জোর জল্পনা শুরু হয়। বেশ কয়েকটি নামও ভাবা হয়। যার মধ্যে উলভারিন-এর চরিত্রে অভিনয় করা হিউ জ্যাকম্যান এবং ক্রিস্টোফার নোলান পরিচালিত ব্যাটম্যান সিরিজের শেষ ছবিতে বেন-এর ভূমিকায় অভিনয় করা টম হার্ডিও ছিলেন। সঙ্গে স্যাম মেন্ডেসের হাত থেকে পরিচালনার ভারও যায় অস্কারজয়ী পরিচালক ড্যানি বয়েলের হাতে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি দেয়া টুইটার পোস্টে ড্যানিয়েল ক্রেগ বলেন, ‘বন্ড সিরিজের পরবর্তী ছবিতেও নাম ভূমিকায় তিনিই থাকছেন। আপাতত যা খবর, তাতে ২০১৯ সালের ২৫ অক্টোবর ব্রিটেনে ক্ত পাবে ‘ইড়হফ ২৫’। এরপর পুরো আমেরিকা জুড়ে মুক্তি পাবে ৮ নবেম্বর। আপাতত সেই অপেক্ষায় বন্ড ভক্তরা। আবার মঞ্চ মাতালেন জেনেটজ্যাকসন বেশ কিছুদিন ধরে সম্পর্কের টানা পোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন মাইকেল জ্যাকসনের বোন জেনেট জ্যাকসন। গত বছর ছেলে এইসার জন্ম হয়। এর পর ভালভাবেই দিনকাল কাটছিল এই সঙ্গীত শিল্পীর। কিন্তু হঠাৎ করে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। শিল্পপতি স্বামী উইসাম আলমানার সঙ্গে বনিবনা হচ্ছিল না। অনেক চেষ্টা করেছেন তিনি স্বামীর সঙ্গে মানিয়ে চলতে। শেষ পর্যন্ত তাদের ছাড়া ছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হওয়ার পর অনেকটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। সেই দুর্বলতা আনেকাংশে কাটিয়ে ২০ মে যুক্তরাষ্ট্রের লাসভেগাসের বিলবোর্ড সঙ্গীত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবাই কে তাক লাগিয়েদেন এই সঙ্গীত শিল্পী। দীর্ঘ ৯ বছর পর এই প্রথম কোন টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন জেনেট, তাও আবার ৩২ বছর আগে গাওয়া সেই সাড়া জাগানো হিট ‘ন্যাসটি’ গানের সঙ্গে। এই গানটির জন্য তিনি বিলবোর্ডের ‘আইকন অ্যাওয়ার্ড’ পুরস্কারটি ও জিতে নিয়েছেন তিনি। তিনি তার নাচে-গানে বিলবোর্ড এ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের মাতিয়ে রেখেছিল। অনেক দিন পর পছন্দের শিল্পীকে পেয়ে সবাই উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। পিপলের প্রতিবেদনে বলা হয়, সেদিন পারফরমেন্সের শুরুতে জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী ব্রুনো মার্স মঞ্চে জেনেট জ্যাকসনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর ৫২ বছর বয়সে তিনি তার ‘ন্যাসটি ’ (১৯৮৬ সালে মুক্তি পাওয়া গান) ও ‘ থ্রোব’ ( ১৯৯৩ সালে মুক্তি পাওয়া গান ) গানের সঙ্গে উচ্ছ্বল তরুণীর মতো নেচে ছিলেন। সেদিন জেনেটের নাচের সঙ্গে তার সাজটা ও নজর কেড়েছিল সবার। মাথার বেশ উপরে বাঁধাছিল চুলের ঝুঁটি, সঙ্গে তিনি একটি বেণী ও করেন। জমকালো সোনালি পোশাকের সঙ্গে জেনেটের ফিতা বাঁধা লম্বা বুট জুতা ও ছিল সোনালি রঙের। জেনেট জ্যাকসন ফিরে গিয়েছিলেন তার আগের দিন গুলিতে। আনন্দকণ্ঠ ডেস্ক
×