ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকবিরোধী অভিযান

বন্দুকযুদ্ধে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়কসহ হত ১৪

প্রকাশিত: ০৬:০৯, ৩১ মে ২০১৮

বন্দুকযুদ্ধে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়কসহ হত ১৪

জনকণ্ঠ ডেস্ক ॥ মাদকের বিরুদ্ধে অভিযানে বন্দুকযুদ্ধে ১৪ মাদক বিক্রেতা নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় পাইপগান, ওয়ান শূটারগান, কয়েক রাউন্ড গুলি, গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়। মঙ্গলবার রাত ও বুধবার ভোরে এ সব বন্দুকযুদ্ধে ঢাকায় তিনজন, মাগুরায় তিনজন ও বেনাপোলে দুইজন নিহত হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা, নড়াইল, সিরাজগঞ্জ, কুমিল্লা কক্সবাজার ও চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ছয়জন নিহত হয়। এর মধ্যে মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মজিবুর রহমান রয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ঢাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানকালে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে তিন শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদ। নিহতরা শুধু ঢাকা নয়, সারাদেশেই মাদক ব্যবসার বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছিল। একের পর এক সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী নিহতের ঘটনা ঘটলেও থেমে নেই মাদক ব্যবসা। তবে আগের যেকোন সময়ের তুলনায় মাদক ব্যবসা কমে এসেছে। মাদকের চাহিদা কমেনি। তবে দাম বেড়েছে। আগে একেক পিস ইয়াবা ট্যাবলেট দুই থেকে আড়াই শ’ টাকা পাওয়া যেত। হালে তার দাম দাঁড়িয়েছে পাঁচ শ’ থেকে ছয় শ’ টাকা। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে র‌্যাব-৪ এর একাধিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাষানটেক এলাকা দেওয়ানপাড়ার লোহার ব্রিজের কাছের পুরো এলাকা ব্লকরেইড দিয়ে মাদকবিরোধী অভিযান চালাতে থাকে। এ সময় আচমকা মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে বেশ কয়েকজন র‌্যাব সদস্য আহত হন। খানিক পর মাদক ব্যবসায়ীরা বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। তখন রাত সোয়া তিনটার মতো বাজে। র‌্যাব পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুরো এলাকা ঘিরে ফেলে। শুরু করে সাঁড়াশি তল্লাশি অভিযান। তল্লাশির সময় দফায় দফায় র‌্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি চলতে থাকে। ভোর প্রায় চারটা পর্যন্ত র‌্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি চলতে থাকে। ভোর সাড়ে চারটার দিকে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায়। আর কোন গুলির শব্দ আসছিল না। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। ঘটনাস্থলে তিন জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা গুলিবিদ্ধ তিনজনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুইটি বিদেশী পিস্তল, ১৮ হাজার ইয়াবা, বিয়ার, বিদেশী মদ ও গোলাবারুদ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা। ঘটনাস্থলে র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এমন তথ্য জানান। তিনি আরও জানান, নিহতরা মাদক ব্যবসায়ী তাতে কোন সন্দেহ নেই। তারা আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ পর্যায়ের মাদক ব্যবসায়ী ছিল। দুপুর নাগাদ তাদের পরিচয় জানা না গেলেও বিকেলে তাদের পরিচয় নিশ্চিত করেন এই র‌্যাব কর্মকর্তা। তিনি জানান, নিহত তিনজনের মধ্যে একজনের নাম আতাউর রহমান ওরফে আতা (৪৬)। সে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিল। তার বিরুদ্ধে ঢাকার সাভার ও মানিকগঞ্জ থানায় ২৪ মাদক ও ডাকাতি, ছিনতাই, খুন ও রাহাজানির মামলা আছে। নিহত অপর দুইজন হচ্ছে মোস্তফা হাওলাদার ওরফে মোস্তফা কসাই (৫২) ও ফারুক ইসলাম ওরফে বাপ্পি (৩৭)। এ দু’জন পল্লবী ও ভাষানটেক থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ছিল। তাদের একেক জনের বিরুদ্ধে অন্তত আধাডজনের বেশি করে মামলা ছিল। অধিকাংশই মাদকের মামলা। মাগুরা ॥ মঙ্গলবার রাত পৌনে একটার দিকে মাগুরা শহরতলীর বাটিকাডাঙ্গা এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকুযদ্ধে তিনজন নিহত হয়েছে। নিহতরা হলো ভায়না এলাকার মৃত মহিউদ্দিন চোপদারের ছেলে বাচচু চোপদার (৫০), ইসলামপুর পাড়ার মৃত আব্দুর রাজ্জাক ঢালীর ছেলে রায়হান ঢালী ওরফে ব্রিটিশ (২৫) এবং নতুন বাজারের খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী ওরফে কালা (৩০)। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে বন্দুকের গুলির খোসা ৮টি, টুটুবোর রাইফেলের গুলির খোসা ২টি, ১ কেজি গাঁজা, ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। বেনাপোল ॥ বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বুধবার ভোরে বেনাপোল বড়আঁচড়া এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পান। খবর পেয়ে সেখানে গেলে পুলিশের উপস্থিতি পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করা হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা ॥ সাতগাড়ী এলাকার মাঠে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ শীর্ষ মাদকব্যবসায়ী তানজিল নিহত হয়েছে। তানজিল চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাৎদিয়াড়ের মরহুম রমজান আলীর ছেলে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ‘গোলাগুলির’ ঘটনাটি ঘটে। নড়াইল ॥ মালিবাগ মোড়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সজিব হোসেন ওরফে সজিব নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সজিব দত্তপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আলতাফ শেখের ছেলে। মঙ্গলবার রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি রিভারবল ও দুই রাউন্ড গুলি, দুটি রামদা, গাছিদা এবং ২১৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবেরসঙ্গে বন্দুকযুদ্ধে আহসান হাবিব নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১ হাজার পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কুমিল্লা ॥ কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে রোছমত আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে বুড়িচংয়ের লড়িবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী ওই উপজেলার ছয়গ্রাম এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে। কক্সবাজার ॥ সমুদ্রসৈকতের কবিতাচত্বর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নেত্রকোনার শীর্ষ মাদক ব্যবসায়ী ১০ মামলার আসামি মুজিবুর রহমান নিহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে র‌্যাবের একটি দল মাদক ব্যবসায়ীদের আটকের উদ্দেশ্যে অভিযানে গেলে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম অফিস ॥ মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় নিহত হয়েছে এক মাদক কারবারি। নিহত ইসহাক (৩৫) মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯ মামলার আসামি। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
×