ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফুলবাড়ীতে কৃষি কর্মকর্তার স্বাক্ষর জাল করে সার উত্তোলনের চেষ্টা

প্রকাশিত: ০৬:৩৭, ৩০ মে ২০১৮

ফুলবাড়ীতে কৃষি কর্মকর্তার স্বাক্ষর জাল করে সার উত্তোলনের চেষ্টা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তার স্বাক্ষর জাল করে উপজেলার চার সার ডিলার চিটাগাং কমপ্লেক্স থেকে সার উত্তোলনের চেষ্টা ফাঁস হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ডিলারদেরকে শোকজ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এ নিয়ে সার ডিলারেরা দফায় দফায় কৃষি কর্মকর্তার সঙ্গে নিজেদের অপকর্মের জন্য বৈঠক করেও কোন সুরাহা না হওয়ায় ৩০ মে জরুরী সভা ডেকেছেন উপজেলার সার ও বীজ মনিটরিং সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। কৃষি অফিস জানায়, গত ১৫ মে মেসার্স সৈকত ট্রেডার্স, সৈকত এন্টারপ্রাইজের প্রভাত চন্দ্র সাহা ও মেসার্স আবুল হোসেন ট্রেডার্স চিটাগাং কমপ্লেক্স থেকে ২ মে. টন ননÑইউরিয়া সার উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদের স্বাক্ষর ও সীল জাল করে উত্তোলনের জন্য প্রত্যয়নপত্র জমা দেন চিটাগাং কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে। জমাকৃত প্রত্যয়নপত্রটি সন্দেহ হলে চিটাগাং কমপ্লেক্স পক্ষ থেকে মোবাইল ফোনে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি ২ মে. টন সার উত্তোলনের জন্য প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সীল প্রদান করেন নাই বলে জানান। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা কেন তাদের ডিলারশিপ বাতিল বা স্থগিত করা হবে না কৈফিয়ত তলব করেন সার ডিলারদের কাছে। এদিকে ডিলারশিপ বাতিল বা স্থগিত করার নিমিত্তে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও বুধবার সকালে উপজেলা হলরুমে এক জরুরী সভার আহ্বান করেছেন। এ বিষয়ে সার ডিলার প্রভাত চন্দ্র সাহা বলেন, আমাদের কিছু ত্রুটি হয়েছে। মিটিয়ে ফেলার চেষ্টা করছি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, আমার স্বাক্ষর ও সিল জাল করে সার উত্তোলন করার চেষ্টা করা হয়েছে। আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও জানান, উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে তার স্বাক্ষর জাল করার ঘটনাটি জানিয়েছেন। মিটিং ডাকা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
×