ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে সিলিন্ডার বিস্ফোরণে ওয়ার্কশপ মালিকের পা বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৭:১৩, ২৯ মে ২০১৮

জামালপুরে সিলিন্ডার বিস্ফোরণে ওয়ার্কশপ মালিকের পা বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৮ মে ॥ মাদারগঞ্জ উপজেলায় গাড়ির চাকায় হাওয়া দেয়ার সিলিন্ডার বিস্ফোরণে একটি ওয়ার্কশপ মালিক আব্দুল জলিলের বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ি বাজারের বাসস্ট্যান্ড এলাকায় রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ি বাজারের বাসস্ট্যান্ড এলাকার ওয়ার্কশপ মালিক আব্দুল জলিল রবিবার রাতে তার দোকানে কাজ করছিলেন। রাত সাড়ে আটটার দিকে তার ওয়ার্কশপের গাড়ির চাকায় হাওয়া দেয়ার সিলিন্ডারটি আকস্মিক বিস্ফোরিত হয়। এতে ওয়ার্কশপ মালিক আব্দুল জলিলের বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বাম হাত ভেঙ্গে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুর জেনারেল হাসপতালে রেফার্ড করেন। রাতেই তাকে মুমূর্ষু অবস্থায় জামালপুর থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। স্থানীয়রা জানান, ৬ ফুট দীর্ঘ ও ৪ ফুট ব্যাসের বড় সিলিন্ডারটি বিস্ফোরণের সময় প্রচ- শব্দ শোনা যায়। সিলিন্ডার বিস্ফোরণে ওয়ার্কশপটির টিনের চাল উড়ে গিয়ে পাশের আব্দুর রহিমের মার্কেটের গ্রিল ও থাই গ্লাস ভেঙে যায়।
×