ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আইপিএল ॥ ব্যাটিংয়ে সেরা উইলিয়ামসন, বোলিংয়ে এ্যান্ড্রু টাই

প্রকাশিত: ০৭:০৮, ২৯ মে ২০১৮

আইপিএল ॥ ব্যাটিংয়ে সেরা উইলিয়ামসন, বোলিংয়ে এ্যান্ড্রু টাই

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ হলো ধুন্ধুমার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম আসর। শিরোপা জিতে বাজিমাত করল দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আসরজুড়ে দুর্দান্ত পারফর্মেন্স করলেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো কেন উইলিয়ামসন, রশীদ খান, সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদকে। গ্রান্ড ফাইনালে শেন ওয়াটসনের দানবীয় সেঞ্চুরির কাছেই মূলত তাদের স্বপ্নভঙ্গ। ৮ উইকেটের বড় জয়ে তৃতীয়বারে মতো শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস। তবে মজার খবর চ্যাম্পিয়ন দলের কেউই আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক বা সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারেননি। ফাইনালে হেরে যাওয়া দল হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে বোলিংয়ে চমক দেখিয়েছেন প্লে অফে খেলতে না পারা কিংস ইলেভেন পাঞ্জাবের ফাস্ট বোলার এ্যান্ড্রু টাই। তিনিই হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী। ১৭ ম্যাচে সবচেয়ে বেশি ৮ হাফসেঞ্চুরির সাহায্যে ৫২.৫০ গড় ও ১৪২.৪৪ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৭৩৫ রান করেন হায়দরাবাদের নিউজিল্যান্ড দলনেতা উইলিয়ামসনের। পরের চারটি পজিশনে রয়েছেন যথাক্রমেÑ দিল্লী ডেয়ারডেভিলসের ঋশভ পন্থ (১৪ ম্যাচে ৬৮৪), কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুল (১৪ ম্যাচে ৬৫৯), চেন্নাই সুপার কিংসের আম্বাতি রাইডু (১৬ ম্যাচে ৬০২) ও একই দলের শেন ওয়াটস (১৫ ম্যাচে ৫৫৫)। আসরে মোট পাঁচ সেঞ্চুরির দুটিই করেছেন ওয়াটসন। একটি করে ক্রিস গেইল, রাইডু ও পন্থের। এদিকে বোলিংয়ে ১৪ ম্যাচে ৮ ইকোনোমিতে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অস্ট্রেলিয়ান পেসার এ্যান্ড্রু টাই। চমকই বলতে হবে। পরের চারটি অবস্থানে রয়েছেন যথাক্রমে সানরাজার্স হায়রাবাদের তারকা স্পিনার রশিদ খান (১৭ ম্যাচে ২১টি) একই দলের পেসার সিদার্থ কৌল (১৭ ম্যাচে ২১টি), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উমেশ যাদব (১৪ ম্যাচে ২০টি) ও মুম্বাই ইন্ডিয়ান্সের হারদিক পান্ডিয়া (১৩ ম্যাচে ১৮টি)। দিল্লীর ট্রেন্ট বোল্টও শিকার ১৮টি। এক নজরে আইপিএল-২০১৮ চ্যাম্পিয়ন : চেন্নাই সুপার কিংস রানার্স আপ : সানরাইজার্স হায়দরাবাদ ম্যান অব দ্য ফাইনাল : শেন ওয়াটসন (চেন্নাই) ইমার্জিং প্লেয়ার : ঋশভ পন্থ (দিল্লি ডেয়ারডেভিলস) ফেয়ার প্লে এ্যাওয়ার্ড : মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাচ অব দ্য সিজন : ট্রেন্ট বোল্ট (দিল্লি ডেয়ারডেভিলস) সুপার স্ট্রাইকার : সুনিল নারিন (কলকাতা নাইট রাইডার্স) স্টাইলিশ প্লেয়ার অব দ্য সিজন : ঋশভ পন্থ (দিল্লি ডেয়ারডেভিলস) সর্বাধিক উইকেট শিকারি : এ্যান্ড্রু টাই, ২৪টি (কিংস ইলেভেন পাঞ্জাব) সর্বোচ্চ রান সংগ্রাহক : কেন উইলিয়ামসন, ৭৩৫ রান (সানরাইজার্স হায়দরাবাদ) মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার : সুনিল নারিন (কলকাতা নাইট রাইডার্স)
×