ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৫ দিনে রেমিটেন্স এসেছে ১১৭ কোটি ডলার

প্রকাশিত: ০৬:৪৩, ২৯ মে ২০১৮

২৫ দিনে রেমিটেন্স এসেছে ১১৭ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ কয়েক মাস ধরে বাড়তে থাকা রেমিটেন্সে নতুন গতি এসেছে ঈদ সামনে রেখে। ঈদ উপলক্ষে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। সে কারণে চলতি মে মাসের ২৫ দিনেই ১১৭ কোটি ডলারের রেমিটেন্স এসেছে বাংলাদেশে। অর্থবছর শেষ হতে আরও এক মাস এক সপ্তাহ বাকি। কিন্তু এরইমধ্যে গত অর্থবছরের পুরো সময়ের চেয়েও ৪ শতাংশ বেশি রেমিটেন্স চলে এসেছে। জানা যায়, চলতি মে মাসের ২৫ দিনে (১ মে থেকে ২৫ মে পর্যন্ত) বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১১৬ কোটি ৭১ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। সব মিলিয়ে চলতি ২০১৭-১৮ অর্থবছরে এ পর্যন্ত (গত বছরের ১ জুলাই থেকে ২৫ মে পর্যন্ত) ১ হাজার ৩২৫ কোটি ৫০ লাখ (১৩.২৫ বিলিয়ন) ডলারের রেমিটেন্স এসেছে। এই অংক গত ২০১৬-১৭ অর্থবছরের পুরো সময়ের (১২ মাস, জুলাই-জুন) চেয়ে ৪ শতাংশ বেশি। গত অর্থবছরে এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ (১২.৭৬ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এপ্রিল মাসে রেমিটেন্সে প্রবৃদ্ধি হয় সাড়ে ২১ শতাংশ। চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) গত অর্থবছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স বেড়েছে ১৭ দশমিক ৫১ শতাংশ। ঋণের সুদের হার কমাবে আইসিবি অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সুত্র জানায়, আইসিবির সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানিও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিনিয়োগ এ্যাকাউন্টে সুদ হার কমাবে। এই সুযোগ গ্রহণের জন্য আগামী ২৮ জুন পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন করতে পারবে।
×