ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ন্যায্য মূল্য পাচ্ছে করলা চাষীরা

প্রকাশিত: ০৫:৩০, ২৮ মে ২০১৮

ন্যায্য মূল্য পাচ্ছে করলা চাষীরা

করলার বাম্পার ফলন হয়েছে মেহেরপুরে, চাষীরাও পাচ্ছেন উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য। ফলে, স্বল্প সময় আর পুঁজিতে বেশি মুনাফা পাওয়ায় করলা চাষে আগ্রহ বাড়ছে এ অঞ্চলের চাষীদের মধ্যে। উন্নতজাতের হাইব্রিড জাতের করলা জেলার অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ হচ্ছে বলেও জানিয়েছেন মেহেরপুরের চাষীরা। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্যমতে, চলতি মৌসুমে মেহেরপুরের ২ হাজার হেক্টর জমিতে করলার চাষ করেছেন কৃষকরা। প্রতিবিঘা জমিতে করলা চাষে গড়ে ২০ হাজার টাকা খরচ হলেও ভাল ফলনের কারণে বিঘাপ্রতি উৎপাদিত করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ হাজার টাকা দরে। -অর্থনৈতিক রিপোর্টার
×