ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে ইউপি চেয়ারম্যানের ডিপো থেকে স্ক্র্যাপ ভর্তি লরি উদ্ধার

প্রকাশিত: ০৪:০৮, ২৮ মে ২০১৮

সীতাকুন্ডে ইউপি চেয়ারম্যানের ডিপো থেকে স্ক্র্যাপ ভর্তি  লরি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম, ২৭ মে ॥ সীতাকু-ে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের ডিপো থেকে রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএসআরএম এর স্ক্যাপ ভর্তি লরি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ভানুর বাজার এলাকায় ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজের মালিকানাধীন করফিয়ান ইন্টারঃ ও আইএনসি কুমিরা শিপ ব্রেকার্স লিঃ ডিপো থেকে লরিটি উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় গত রবিবার সকালে বিএসআরএম কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে গাড়িচালক আলী সুমন ও তার সহকারী রাজীবসহ অজ্ঞাত তিন চারজনকে আসামি করে সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন সীতাকুন্ড থানার সেকেন্ড অফিসার মোঃ আনোয়ার হোসেন। জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ নিয়ে মিরসরাই ওয়্যারহাউজে বিএসআরএম কারখানার উদ্দেশে রওনা হন লরি চালক। কিন্তু সীতাকুন্ডের ভানুর বাজার এলাকা অতিক্রমকালে চালক লরিটি ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজের ডিপোর ভেতর ঢুকিয়ে দেয়। একটি অসাধু চক্রের যোগসাজশে চালক ও তার সহকারী লরি থেকে স্ক্র্যাপ সরানোর গোপন সংবাদে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে বিএসআরএম কর্তৃপক্ষ বিষয়টি সীতাকুন্ড থানা পুলিশকে অবহিত করে। এরপর বিএসআরএম কর্তৃপক্ষ ও পুলিশের সহযোগিতায় বানুবাজার ভাটিয়ারী এলাকায় চেয়ারম্যানের ডিপোতে লরি থেকে মাল সরানোর সময় হাতেনাতে চালক ও চালকের সহকারীকে স্ক্র্যাপ ভর্তি লরিসহ আটক পরবর্তী পুলিশ ফাঁড়িতে উদ্ধার করে নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ জানান, ‘আমি রাতে এক নিকটাত্মীয়ের জানাজা শেষে ফিরে আসার সময় ডিপোর সামনে বিএসআরএম এর নিরাপত্তা রক্ষীদের দ্রুত সেখানে ছুটে যায়। বিষয়টি অবহিত হওয়ার পর আমি তাৎক্ষণিক পুলিশকে ঘটনাস্থলে আনার পর লরিটি তাদের কাছে সোপর্দ করি। কতিপয় লোক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য চক্রান্ত সৃষ্টির পাঁয়তারা করেছে বলে আমি মনে করি।’
×