ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেহাল সড়ক ও ড্রেন

বগুড়ায় যান ও জন চলাচলে চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৪:০৫, ২৮ মে ২০১৮

বগুড়ায় যান ও জন চলাচলে  চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার সড়ক ও ড্রেনের এতটাই বেহাল অবস্থা যে শুকনো মৌসুমেই চলাচল দুরূহ হয়ে পড়েছে। এবার বর্ষার আগাম পদধ্বনি শোনা যাচ্ছে। বর্ষার ভরা মৌসুমে বগুড়া নগরবাসীকে যে স্থলযানের ওপর বসে জলযানের মতো চলতে হবে, এই ভাবনা পেয়ে বসেছে। জলাবদ্ধ এবড়ো থেবড়ো সড়কের ওপর এই স্থল কাম জলযানে চলাচলে লোকজন যে কাহিল হয়ে পড়বে তা এখনই বলা যায়। কারণ যেদিন বৃষ্টি হয় না সেদিন শুকনো পথে চলতে পদে পদে হোঁচট খেতে হয়। এ দিকে গত বছর বর্ষায় বগুড়ার যে ৪৫টি সড়ক ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আজও ঠিক হয়নি। উল্টো দিনে দিনে এই সড়কগুলো আরও নষ্ট হয়ে গিয়েছে। তার সঙ্গে বেহাল সড়কের তালিকায় যোগ হয়েছে আরও কয়েকটি সড়ক। সড়কের পাশাপাশি ড্রেনের অবস্থা আরও অসহনীয়। সামান্য বৃষ্টিতেই ড্রেনের পানি উপচে উঠে সড়ক নোংরা করে ফেলে। এর ওপর দিয়েই হেঁটে চলতে হয়। এই রমজান মাসে ঈদের আগের এই সময়টায় কেনাকাটা বেড়ে ওঠায় এভাবে চলাচল কতটা অসহনীয় তা বুঝে নিন। বগুড়া পৌরসভা এলাকায় সড়কের পরিমাণ ৭শ’ ১৮ কিলোমিটার। যার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ ২শ’ ১১ কিলোমিটার পাকা। এর মধ্যে সংস্কারের অভাবে ৬০ কিলোমিটারেরও বেশি খানাখন্দে ভরে গেছে। এই খানাখন্দের ওপর বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হলে মনে হবে ছোট কোন ভাগাড়। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা কার্যত ভেঙ্গেই পড়েছে। পৌর এলাকার ৫শ’ কিলোমিটার ড্রেনের মধ্যে ১শ’ কিলোমিটার এখন কাঁচা। যে পাকা ড্রেন বিদ্যমান সেগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যত নেই। ড্রেনগুলো ভরে গিয়ে কোন কোন পয়েন্টে ময়লা উপচে সড়কের ধারে অনেকটা জায়গা জুড়ে থাকে। যানবাহন ও জন চলাচলে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। পথচারী রাস্তার ধার দিয়ে চলার সময় যানবাহন পারে তো গায়ের ওপর উঠে পড়ে। কখনও মোটরগাড়ির চলাচলে কাদা পানি ছিটকে শরীরের কাপড় নোংরা করে ফেলে। প্রায় ৭০ বর্গকিলোমিটার এলাকার মূল নগরীর মধ্যে গোহাইল রোড, সেউজগাড়ি, গলাপট্টি, দত্তবড়ি, টিনপট্টি, চেলোপাড়া, নারুলী, প্রেসপট্টি, নিশিন্দারা, উপশহর, খান্দার, মালতিনগর, জলেশ^রিতলা, বাদুরতলা, চকসুত্রাপুর এলাকার সড়কের অবস্থা বেশি বেহাল। পৌর প্রকৌশল সূত্র জানায়, গত বছরের অতিবৃষ্টিতে ক্ষতি সড়কগুলোর ২০ কিলোমিটার মেরামতের জন্য তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের কাছে দশ কোটি টাকা চাওয়া হয়। এ বছর মার্চ মাসে বরাদ্দ করা হয় মাত্র এক কোটি টাকা। অন্যদিকে নগর অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নেয়া প্রকল্পের ৬টি সড়কের জন্য ১৪ কোটি টাকা চাওয়া হয়। মিলেছে ১ দশমিক ২৮ কোটি টাকা। পৌরসভার নিজস্ব অর্থায়নে কিছু করা হয়েছে মাত্র। সম্প্রতি একনেক সভায় বগুড়া পৌরসভা অবকাঠামো উন্নয়নে আগামী ৫ বছরের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পৌর মেয়র জানিয়েছেন এই অর্থ দ্রুত পাওয়া গেলে কাজও দ্রুত করা সম্ভব।
×