ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ত্রিশালে নজরুলমেলা

কারুপণ্যের শত স্টল, বাহারি আয়োজন- ভক্তের ঢল

প্রকাশিত: ০৭:২৯, ২৭ মে ২০১৮

কারুপণ্যের শত স্টল, বাহারি আয়োজন- ভক্তের ঢল

বাবুল হোসেন, ময়মনসিংহ থেকে ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠের নজরুল মেলায় কারুপণ্যের শত স্টল, বাঁশের বাঁশি, জাদু প্রদর্শনী, চরকি, নাগরদোলা, ম্যাজিক বোটের বাহারি আয়োজনে ভক্ত অনুরাগীসহ নানা শ্রেণী পেশার হাজারও মানুষের ঢল নেমেছিল। শুক্রবার উদ্বোধনী পর্বের পর তিন দিনব্যাপী মেলা শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কড়াকড়ি ও পবিত্র রমজানের কারণে মূলত মেলা শুরু হয় শনিবার। ত্রিশালে নজরুলজয়ন্তীর উৎসবের প্রধান আকর্ষণ ও প্রাণ হচ্ছে এই নজরুল মেলা। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা আর কাদাজলের একাকার অবস্থার মধ্যেও বেচাকেনার ধুম পড়ে। এ নিয়ে খুশি বিক্রেতারা। আর এমন আয়োজন নিয়ে খুশি মেলায় আসায় নানা শ্রেণীপেশার মানুষ। শুক্রবার জাতীয় পর্যায়ে কবি নজরুলের জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। নজরুলজয়ন্তীর উৎসব নিয়ে স্থানীয় প্রশাসনের আয়োজনকে বাড়তি প্রাণ দিয়েছে মূলত এই মেলা। প্রতি বছরের মতো এবারও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তীর উৎসব উপলক্ষে ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠে বসেছে নজরুল মেলা। স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে একাডেমি মাঠের নজরুল মঞ্চে শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন ঘোষণার পর থেকেই জমে ওঠে তিন দিনব্যাপী এই মেলা। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই মেলা রবিবার পর্যন্ত চলার কথা থাকলেও বৃষ্টির কারণে এই মেয়াদ আরও বাড়বে বলে জানিয়েছে স্টল মালিকেরা। উদ্বোধনী পর্বে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ির কারণে শুক্রবার মেলা না জমলেও শনিবার সকাল থেকে মেলায় নজরুলপ্রেমিক ভক্ত অনুরাগীদের ঢল নেমে আসে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা দরিরামপুর একাডেমি মাঠ ও ত্রিশাল নজরুল ডিগ্রী কলেজ মাঠের মেলায় বসেছে ছোট বড় দুই শতাধিক স্টল। নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী ও হরেক রকমের খাবার ছাড়াও মেলায় বিনোদনের জন্য রয়েছে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য নাগরদোলা, চরকি, ম্যাজিক শো ও ম্যাজিক বোট। মুখরোচক আচার আর চটপটি, বাঁশের বাঁশি, কারুপণ্য ও খেলনাসহ আছে নানা কিছু। মাঝেমধ্যে বৃষ্টি হলেও গ্রীষ্মের প্রচ- গরমের মধ্যে গত কয়েকদিন ধরে চলছিল তীব্র দহন। শুক্রবার সকাল থেকে যথারীতি আকাশে ছিল মেঘের আনাগোনা। সঙ্গে ভ্যাপসা গরম। এই বুঝি বৃষ্টি নামল! কিন্তু শেষ পর্যন্ত কোন ঝড় বৃষ্টির দেখা না মিললেও আকাশে কালো মেঘের লুকোচুরি চলতে থাকে বিকেল পর্যন্ত। নজরুলজয়ন্তীর উৎসবে আকাশভাঙ্গা বৃষ্টি অনেকটা রেওয়াজের মতো। আর এ কারণে আয়োজকদের পক্ষ থেকে নেয়া হয়েছিল বৃষ্টি নিরোধক বাড়তি ব্যবস্থা। নকশিকাঁথার সামিয়ানা টানিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা বেষ্টনীর পুরোটাই ঢেকে দেয়া হয় ত্রিপলের সঙ্গে নিরাপত্তার চাদরে। এবারের আয়োজনে রাষ্ট্রপতি থাকায় নিরাপত্তা ছিল নজিরবিহীন। ফলে উদ্বোধনী পর্বের আগ থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় নজরুল একাডেমি মাঠ। এ কারণে নজরুলজয়ন্তী উদ্বোধন ঘোষণার আগেই এবার শুক্রবার সকাল থেকে ত্রিশালের জনস্রোত ভিড়তে পারেনি একাডেমি মাঠের নজরুল মেলায়। বন্ধ রাখা হয় মেলার সব স্টল। ফলে শুক্রবার কার্যত ছিল মেলা বন্ধ। তিন দিনব্যাপী নজরুল মেলাকে প্রাণবন্ত করতে দেশের নানা প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছে নানা আয়োজনের বিনোদন। ঐতিহ্যের নাগরদোলায় ও চরকিতে শনিবার ছিল গমগম করা দর্শক উপস্থিতি।
×