ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেমরা ডিপিডিসি যেন ঘুষের কারখানা !

প্রকাশিত: ০৬:২০, ২৭ মে ২০১৮

ডেমরা ডিপিডিসি যেন ঘুষের কারখানা !

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২৬ মে ॥ ডেমরা ডিপিডিসি বিদ্যুত অফিসের কর্মকর্তাদের গাফলতির কারণে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৫টি গ্রামের দু’শতাধিক গ্রাহক এখন বিদ্যুতহীন। রমজান মাসে হঠাৎ বিদ্যুতহীন হওয়ার কারণে দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীর। এলাকাগুলো পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকা দাবি তুলে শনিবার দুপুরে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসি’র কর্মকর্তারা। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সহকারী প্রকৌশলীসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়ে বিকেল সাড়ে ৫টায় চনপাড়া-নগরপাড়া সড়কে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই কর্মকর্তাদের অপসারণ করা না হলে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ, মানববন্ধনসহ বড় ধরনের কর্মসূচী দেয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, নব্বই দশকের পর থেকে কায়েতপাড়া ইউনিয়রে নগরপাড়া, খামারপাড়া, কায়েমশাইর, দেলপাড়া, তালাশকুটসহ প্রায় ১৫টি গ্রামের লোকজন ডিপিডিসি (তৎকালীন ডেসা) বিদ্যুত ব্যবহার করে আসছে।
×