ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাপ্তান বাজারে পচা মাংস বিক্রির দায়ে ৪ জনের কারাদন্ড

প্রকাশিত: ০৫:৪৩, ২৬ মে ২০১৮

 কাপ্তান বাজারে পচা মাংস বিক্রির  দায়ে ৪ জনের  কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাপ্তান বাজারে পচা মাংস বিক্রির দায়ে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাংসের নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি দাম রাখায় সাত দোকানিকে চার লাখ টাকা জরিমানা ও প্রায় ৩০ মণ পচা মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে। শুক্রবার দুপুরে বিভিন্ন মাংসের দোকানে পচা মাংস বিক্রির প্রমাণ পেয়ে র‌্যাবের-১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান-গরুর মাংসের কেজি ৪৫০ টাকা ও বিদেশী গরুর মাংস ৪২০ টাকা নির্ধারণ থাকলেও কাপ্তান বাজারের এসব দোকানিরা ৫শ’ টাকা দরে মাংস বিক্রি করতে দেখা গেছে। পাশাপাশি ভেড়ার মাংস ৬শ’ টাকা নির্ধারণ থাকলেও তা ৭শ’ টাকা ও ছাগলের মাংস ৭২০ টাকা নির্ধারণ থাকলেও সেখানে ৮শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। ৩০ মণের বেশি পচা মাংস জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জব্দ হওয়া মাংস বাজারের ফ্রিজে রাখা ছিল। যা প্রায় দীর্ঘ ছয় মাস আগের। জব্দ হওয়া মাংস বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে বিক্রি করা হতো। দোকানগুলোতে খাসির মাংসের ওজন বাড়াতে পানিতে ভিজিয়ে রাখতে দেখা গেছে। ১১টি মাংসের দোকানে অভিযান চালিয়ে সাতজনকে জরিমানা ও চার বিক্রেতাকে সাজা দেয়া হয়েছে। তিনি জানান, এখন থেকে যেখানেই অভিযোগ পাওয়া যাবে সেখানেই হানা দেয়া হবে। ভেজাল নিয়ে কেউ ব্যবসা করার সুযোগ পাবে না।
×