ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কল্পনা আনামের তিন এ্যালবাম

প্রকাশিত: ০৪:৩৭, ২৬ মে ২০১৮

কল্পনা আনামের তিন এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী কল্পনা আনাম কয়েক বছর ধরেই নজরুলের প্রায় হারিয়ে যাওয়া অপ্রচলিত গানের সিরিজ প্রকাশ করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে একই সাথে তার তিনটি এ্যালবাম প্রকাশ হলো। এ্যালবাম তিনটি হচ্ছে-‘মনজু মধুছন্দা’, ‘জাগো মালবিকা’ ও ‘মধুর ছন্দে নাচে আনন্দে’। শিল্পী বলেন, এই এ্যালবামগুলোতে আছে নজরুলের সংস্কৃত ছন্দের গান, যা ত্রিশের দশকে অপ্রচলিত হয়ে যাচ্ছিল। এরমধ্যে এমন কিছু লুপ্তপ্রায় রাগের ওপর বাঁধা, শৈল দেবীর স্বহস্তে লেখা দুষ্প্রাপ্য স্বরলিপি থেকে নেয়া কিছু এবং নজরুলের প্রথম রেকর্ডকৃত কিছু গান। তিনি আরও বলেন, শুরুতে ইচ্ছা ছিল মোট ১০টি এ্যালবাম নিয়ে সিরিজটি শেষ করব। কিন্তু কাজটি শুরু করার পর নানা ধরনের আদি রেকর্ড বা স্বরলিপির সূত্র খুঁজে পেলাম, যেগুলো বহু বছর ধরে লোকচক্ষুর আঁড়ালেই ছিল। নজরুলের এই প্রমিত গানগুলো সবার সামনে প্রকাশ করাটা কর্তব্য বলে মনে করছি। সেই ভাবনা থেকে এই সিরিজের খন্ডগুলো দশের মধ্যে সীমিত না রেখে ভবিষ্যতে চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি। নজরুলের গানের প্রমিত সুর ও বাণী প্রতিষ্ঠিত করার মূল আন্দোলনটি শুরু করেছিলেন সুধীন দাস। তাঁর সেই প্রায় অসাধ্যসাধনের ফসলই আমরা এখন উপভোগ করছি। তা আরও সহজলভ্য করে আমাদের পরবর্তী প্রজন্মের হাতে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। এ্যালবামগুলো শিল্পীর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
×