ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাবিহা রহমান

ঈদ ফ্যাশন ॥ সালোয়ার কামিজে

প্রকাশিত: ০৭:৪৪, ২৫ মে ২০১৮

ঈদ ফ্যাশন ॥ সালোয়ার কামিজে

ঈদ তো এসেই গেল! কেনাকাটাও নিশ্চয়ই শুরু করে দিয়েছেন অনেকেই। এ দেশের ফ্যাশনপ্রেমী তরুণীদের জন্য এ এক মহাগুরুত্বপূর্ণ সময়। প্রতিনিয়তই পরিবর্তন আসছে ফ্যাশন দুনিয়ায়। হাল ফ্যাশনের একটা পোশাক না হলে ঈদের দিন ঘর থেকে বের হওয়াটাই মুশকিল হয়ে যাবে! তীব্র প্রতিযোগিতার এ সময়ে সবাই চায় একে অন্যের থেকে এগিয়ে থাকতে, ফ্যাশনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ঈদে তরুণীদের পোশাকের চাহিদায় এক নম্বরে থাকে কামিজের নাম। কাট-ছাঁট আর ডিজাইনের নান্দনিকতায় প্রতি ঈদেই কামিজের নতুন নতুন রূপ দেখা যায়। এবারের ঈদে কামিজে উৎসবের আমেজ আনতে পরিবর্তন আনা হয়েছে কাটিংয়ে। লং কামিজের ট্রেন্ড ছাড়িয়ে এবার কামিজের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে মাঝারি আকার। অর্থাৎ উচ্চতা অনুসারে হাঁটুর কাছাকাছি লম্বা কামিজ বেশি চলছে। কামিজে স্ট্রেইট কাট এবং রাউন্ড শেপ লক্ষণীয়। হাতা থ্রি-কোয়ার্টারই বেশি চলছে। তবে যেহেতু গরমকাল তাই সিøভলেসও থাকছে। সেই সঙ্গে হাইনেক এবং রিনেক গলা বেশি চলছে। এবার নেট, মসলিন, জর্জেট এবং শিফন ব্যবহার করে কামিজের হাতায় বেশ কিছু বৈচিত্র্য আনা হয়েছে। পোশাকের জৌলুস বাড়াতে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের লেইস, চুমকি, পট্টি, এমব্রয়ডারি, কারচুপি প্রভৃতি। কামিজে তাঁতের সুতি, সিল্ক, এন্ডি সুতি, এন্ডি সিল্ক, হাফ সিল্ক, মসলিন কাপড় বেশি ব্যবহার করা হয়েছে। এরপরই রয়েছে সিল্ক, ভয়েল, মসলিন, ডুপিয়ান, ডবি ফেব্রিক্স। লাল, মেরুন, সাদা রঙের ব্যবহার বেশি হলেও বেগুনি, কমলা, বাদামি, ছাই, মেজে া, কালোসহ বিভিন্ন রঙের শেড ব্যবহার করা হয়েছে এবারের ঈদ আয়োজনে। প্রতিবারের মতো এবারও তাঁত বুনন ডিজাইনের প্রতি বিশেষ যতœ নেয়া হয়েছে। সিল্ক, মসলিন, তসর, জর্জেট, নেটের মতো গর্জিয়াস কাপড়গুলোতে কারচুপি, স্প্রে, লেস, প্যাঁচ-ওয়ার্ক, সিকুইনসহ নানা ধরনের মাধ্যম ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া প্রতিটা ডিজাইনেও প্যাটার্ন, চেক কাপড়, লেস, প্যাঁচ-ওয়ার্ককে গুরুত্ব দেয়া হয়েছে। লা রিভ ঈদ আয়োজনে নারীদের নতুন সংযোজন করা হয়েছে- রিওয়ার্কড শার্টস, অ্যাসিমেট্রিক হেমলাইন টিউনিকস, ভিনটেজ স্টাইল টপস র্যানফল’স এবং বিভিন্ন লেয়ারিং ড্রেসেস। প্রিন্টের ক্ষেত্রে বিভিন্ন প্রিন্টের সংমিশ্রণ যেমন স্ট্রাইপের সঙ্গে ফ্লোরাল, জিওমেট্রিকের সঙ্গে ফ্লোরাল, অ্যাবস্ট্রাক্ট বা সাইকোডেলিক ইত্যাদির সঙ্গে ফ্লোরালের মিশ্রণ ব্যবহার। রুচিশীল এসব পোশাক তৈরিতে আমরা মানসম্পন্ন ভিসকজ, কটন, সাটিন, সিল্ক ব্লেন্ডেড, লিলেন ও জর্জেট ইত্যাদি আরামদায়ক কাপড় ব্যবহার করেছি।’ রঙের ক্ষেত্রে বিভিন্ন সপ্রতিভ ও উজ্জ্বল বর্ণ যেমন লাল, হলুদ, নীল, কমলা, শৈবাল, গোলাপি ইত্যাদি বেছে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, নারীদের পোশাক সমাহারে আরও রয়েছে সালোয়ার কামিজ, লং কামিজ, স্কার্ট, পলাজ্জো, হারেম, ডেনিম ও বিভিন্ন আনুসাঙ্গিক। প্রধানত লিলেন, সুতি, মসলিন, জর্জেট, জামদানি কটনও ব্যবহার করা হয়েছে কামিজে। আধুনিক তরুণ-তরুণীদের জন্য ইস্টার্ন এবং ওয়েস্টার্নের সংমিশ্রণে রয়েছে ফতুয়া, টপস, টিউনিক, টি-শার্ট, পোলো টি-শার্ট এবং ক্যাজুয়াল শার্ট। মেয়েদের টিউনিকে বাটারফ্লাই স্টাইল, কাপ্তান স্টাইল এ-লাইন সেপ ব্যবহার হয়েছে। কাটিংয়ের কারণে এক কামিজেই ফুটে উঠছে অনেক রূপ। তাদের একেকটার আবার একেক নাম। ভিন্ন লুকের জন্য তরুণীরাও সানন্দে লুফে নিচ্ছেন এ সব ডিজাইনের কামিজ। সময়ের ট্রেন্ড এমনই কিছু কামিজের সঙ্গে চলুন পরিচিত হই- আনারকলি স্টাইল কয়েক বছর ধরে তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে এ ডিজাইনটি। তৈরি পোশাকের ক্ষেত্রে তো বটেই, নিজের ইচ্ছা মতো তৈরি করিয়ে নেয়ার ক্ষেত্রেও এটি ততটাই জনপ্রিয়। এর কাটেও ভিন্নতা রয়েছে। কেউ কলি দিতে পছন্দ করেন তো কেউ এক ঝুলে। আবার কেউ কেউ আছেন যারা প্রাধান্য দিয়ে থাকেন অনেক কলির অসংখ্য কুচি দেয়া আনারকলি। বিশেষ করে অল্প বয়সী মেয়েদের বেশি মানায় এ ডিজাইনটা। কেউ মাঝারি দৈর্ঘ্যরে চান তো কেউ চান অনেক লম্বা মাপের। তবে এ বছর বেশি লম্বাটাই চলছে। কুর্তি স্টাইল এবারের ঈদ ফ্যাশনে কুর্তিও চলছে সমান তালে। পরতে আরাম এবং জাঁকজমক কম বলে এটি ঈদের পরও অনায়াসে পরিধানযোগ্য। অনেকেই আছেন যারা ভারি পোশাকে স্বস্তিবোধ করেন না, কুর্তি তাদের জন্য আদর্শ। কামিজের দৈর্ঘ্য, পা অবধি লম্বা কিংবা ফ্রক স্টাইলে একটু ছোট আকারে। গাউন স্টাইল গাউনের মতো করে তৈরি করা কামিজ মাপের পোশাকগুলো এই ঈদে বেশ জনপ্রিয়। জামার বাকি সবকিছু কামিজের মতোই থাকে, শুধু কামিজের মতো দুই পাশ খোলা রাখার পরিবর্তে সেলাই করে বন্ধ করে দেয়া হয়। কখনও কখনও উপর থেকে নিচ পর্যন্ত একই মাপ রেখে কোমড়ে বেল্টের ব্যবস্থা করে পোশাকে আনা হয় বৈচিত্র ও বাড়তি সৌন্দর্য। কাফতান কাফতানও ফতুয়ার মতোই কিছুটা ছোট আকারের হয়ে থাকে কামিজের তুলনায়। কাফতান সবচেয়ে ভালো ফুটে ওঠে জর্জেটের কাপড়ে। জর্জেটের কাপড়ের সঙ্গে সুতির অভ্যন্তরীণ মিশেল আপনাকে দিতে পারে ফ্যাশনের সঙ্গে সঙ্গে আরামও। মডেল : নীল ছবি : মুনতাকিম, মেকআপ : সাগুফতা পোশাক : রঙ বাংলাদেশ
×