ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হেফাজতে আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪০, ২৫ মে ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হেফাজতে আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেছে পুলিশ হেফাজতে গুরুতর আহত হওয়া রাসেল। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর সন্ধ্যায় লাশ ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়। গত রবিবার রাতে শহরের সিটি সেন্টার মার্কেটের বিলাসবহুল বিপণি বিতান স্বপ্নলোকে চুরির ঘটনা ঘটে। পুলিশ মার্কেটে অবস্থিত শাহজালাল ইসলামী ব্যাংক বুথের নিরাপত্তা প্রহরী রাসেলসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আটক করে। এরপর পুলিশ হেফাজত সে ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার ৩ তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। ছাদ থেকে লাফ দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৪ মে ॥ কালকিনিতে মোঃ শাহরিয়ার সাব্বির-(১৮) নামের এক মানসিক ভারসাম্যহীন কলেজছাত্র ১০ তলা থেকে লাফ দিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল। বৃহস্পতিবার সকালে তার এ মৃত্যুর খবর নিহতের পরিবার নিশ্চিত করেছেন। জানা গেছে, উপজেলার এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের আবদুস ছত্তার বেপারির কলেজপড়ুয়া ছেলে সাব্বিরের এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে তার বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়। এ দুচিন্তায় সাব্বির হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। পরে তাকে চিকিৎসা করানোর জন্য তার পরিবার তাকে ঢাকা নিয়ে যান।
×