ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বেড়েছে সিল্ক শাড়ির কেনাবেচা

প্রকাশিত: ০৪:০২, ২৫ মে ২০১৮

রাজশাহীতে বেড়েছে সিল্ক শাড়ির কেনাবেচা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে রাজশাহীতে বেচাকেনা বেড়েছে সিল্ক শাড়ির। ক্রেতারা বলছেন, ডিজাইনে নতুনত্ব আর গুণে মানে ভাল হওয়ায় তাদের পছন্দের শীর্ষে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের শাড়ি। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের পছন্দের বিষয়টি মাথায় রেখে এবার শাড়িতে এসেছে নানা বৈচিত্র্য। শাড়িতে মিশে আছে বাঙালীয়ানার ছাপ। তাই উৎসবে ঘরে বাইরে নারীরা যেন শাড়িতে অতুলনীয়। যদি শাড়িটি হয় সিল্কের তাহলে তো কথাই নেই। রাজশাহী সিল্কের প্রতি তাই নারীর রয়েছে বিশেষ আগ্রহ। ঈদের মতো বর্ণিল ও আনন্দময় উৎসবে সমবয়সী নারী পছন্দের শাড়ি কিনতে ভিড় করছেন সিল্কের শো-রুমগুলোতে। ক্রেতারা বলছেন, সুন্দর নক্সা, ঐতিহ্য ও আধুনিকতার সঙ্গে আভিজাত্য সবকিছুর মেলবন্ধন রয়েছে এতে। শুধু নিজের জন্য নয়, ঈদে প্রিয়জনকে উপহার দেয়ার জন্য আগেভাগে অনেকে কিনছেন বাহারি ডিজাইনের নজরকাড়া শাড়ি। সংশ্লিষ্টরা বলছেন, ক্রেতাদের আকৃষ্ট করতে নতুনত্বের পাশাপাশি মসলিন, বলাকা, তসর, ধুপিয়ান, সফট ও জয়শ্রী সিল্কের ওপর আকর্ষণীয় কারুকাজ ও হরেক রংয়ের মিশ্রণ ঘটিয়েছেন তারা। উষা সিল্ক ব্যবস্থাপনা পরিচালক বিপণন জহুরুর ইসলাম অপু বলেন, ‘এবার যেহেতু অতি গরম যার কারণে মসলিনের ওপর অনেক কাজ এনেছি।’ সপুরা সিল্ক ম্যানেজার সাইদুর রহমান বলেন, ‘অনেক রকম হাতের কাজ, এ্যাম্ব্রডারি কাজ আমরা এনেছি। যেন ক্রেতারা দেখলেই তাদের ভাল লাগে।’
×