ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পৃথক সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ০৬:৪৩, ২২ মে ২০১৮

রাজশাহীতে পৃথক সংঘর্ষে নিহত দুই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পৃথক সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। জেলার পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুঠিয়ার জামিরা গ্রামের পুকুর আলীর ছেলে পিয়ারুল ইসলাম (৫০) ও দুর্গাপুরের সুখানদীঘি গ্রামের মৃত দেলু ম-লের ছেলে ইসহাক আলী (৫৫)। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন জানান, পিয়ারুলকে হাসপাতালে আনা হয় সোমবার সকালে। আর ইসহাককে আনা হয়েছিল রবিবার রাতে। হাসপাতালে পৌঁছার আগেই তারা মারা যান। দুজনেরই মরদেহ রামেকের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। নিহত পিয়ারুলের জামাতা মনজুর হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার সকালে পিয়ারুলের সঙ্গে তার ভাই ও ভাতিজাদের সংঘর্ষ বাঁধে। এ সময় পিয়ারুলকে লাঠি দিয়ে পেটানো হয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়। এ নিয়ে থানায় মামলা হয়েছে। অন্যদিকে নিহত ইসহাকের ভাতিজা রাজু আহমেদ জানান, রবিবার বিকেলে উপজেলার সুখানদীঘি গ্রামের আবদুল আউয়াল নামের এক ব্যক্তির গরু আরেক ব্যক্তির মরিচ ক্ষেত নষ্ট করে। বিষয়টি নিয়ে রাতে গ্রামের মোড়ে স্থানীয়রা সমালোচনা করছিলেন। আবদুল আউয়ালের সমর্থকরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় গ্রামের কয়েকজন ইসহাককে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×