ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তরায় কারচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৪:৩৩, ২১ মে ২০১৮

উত্তরায় কারচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় দুর্বৃত্তরা রূপচাঁন আলী (৩০) নামে এক প্রাইভেটকার চালককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে খুন করে থাকতে পারে। নিহতের বাবার নাম রমজান আলী। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জয়রামপুর গ্রামে। তিনি উত্তরা-১০ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের নূর ইসলামের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন। সেখানে তিনি ব্যক্তি মালিকানাধীন একটি প্রাইভেটকারের চালক হিসেবে চাকরি করতেন। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, শনিবার গভীর রাতে উত্তরার স্লুইস গেইট এলাকায় রাস্তার ওপরে রূপচাঁনের মৃতদেহ পাওয়া যায়। তিনি জানান, নিহতের পাঁজরে, বুকের মাঝখানে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বাম হাতের আঙ্গুলে কাটা জখম ক্ষত চিহ্নও রয়েছে। পরিদর্শক তদন্ত আব্দুর রাজ্জাক জানান, পূর্ব শত্রুতার জের ধরে রূপচাঁনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী শিরিনা জানান, পুলিশের মাধ্যমে জানতে পারেন তার স্বামী দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন। দুই বছর আগে একই এলাকার হাবিব নামে এক মোটর মেকানিকের কাছে ড্রাইভিং লাইসেন্স করতে ১২ হাজার টাকা দিয়েছিল স্বামী রূপচাঁন। হাবিব নামের ওই ব্যক্তি লাইসেন্স করে দেননি। টাকাও ফেরত দেননি। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে একদিন রূপচাঁন হাবিবকে ছুরিকাঘাতও করেন। ওই ঘটনার পর হাবিব রূপচাঁনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলাটি এখনও চলছে।
×