ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেএমবির নারী সদস্য ৪ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৭:২৬, ২০ মে ২০১৮

জেএমবির নারী সদস্য ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ময়মনসিংহ থেকে গ্রেফতারকৃত জেএমবির নারী শাখার সদস্য ফিরোজা বেগমকে (৪২) ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার গভীর রাতে র‌্যাব-১১ সদস্যরা তাকে গ্রেফতারের পর শনিবার দুপুরে নারায়ণগঞ্জের প্রথম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে বিকেলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার গভীর রাতে ময়মনসিংহ জেলা সদরের কাচিঝুলি এলাকায় নিজ বাসা থেকে ফিরোজা বেগমকে গ্রেফতার করে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গীবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন জানায়, ফিরোজা বেগম জেএমবির একজন সক্রিয় নারী সদস্য। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় নাশকতা ও জঙ্গী তৎপরতার অভিযোগে একটি মামলা রয়েছে (নং-৪৮)।
×