ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রাম পুলিশদের পোশাক বিতরণ

প্রকাশিত: ০৭:২৩, ২০ মে ২০১৮

গ্রাম পুলিশদের পোশাক বিতরণ

নিজস্ব সংবাদদাতা , মাগুরা, ১৯ মে ॥ শনিবার দুপুরে গ্রাম পুলিশদের (চৌকিদার ও দফাদার ) মধ্যে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে । দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট অফিস প্রাঙ্গণে প্রশাসক আতিকুর রহমান বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন । জানা যায়, জেলার চারটি উপজেলার ৩৬টি ইউনিয়নের ৩৬০ গ্রাম পুলিশ চৌকিদার ও দফাদারের মধ্যে জামা, প্যান্ট, সোয়েটার , জুতা, মোজা , বেল্ট ও টুপি বিতরণ করা হয় । এই পেশাক পাওয়ায় গ্রাম পুলিশরা উপকৃত হবেন । এজন্য তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১০ কুকুর হত্যা মামলা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শহরের নাজির শংকরপুর সাদেক দারোগার মোড়ে ১০ কুকুর পিটিয়ে হত্যার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। শনিবার একই এলাকার মৃত অভি মোল্যার স্ত্রী কদবানু বিবি বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো, নাজির শংকরপুর সাদেক দারোগার মোড়ের রাজু, টিকলি বাবু, একই এলাকার জুয়েল ও জাহাঙ্গীর। উল্লেখ্য, রাজুর নেতৃত্বে কয়েক যুবক এলাকায় বেশ কিছুদিন ধরে সন্ত্রাসীমূলক কর্মকা- চালিয়ে আসছে। গত ১৬ ও ১৭ মে তারা সাদেক দারোগার মোড়ের শিশু স্বর্গ স্কুলের সীমানার মধ্যে ১০টি কুকুর ধরে নিয়ে লাঠি, বল্লভ, শাবলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। মেধাবী মুখ আতিয়া আতিয়া মুয়াজ্জেমা (আশামনি) এবারের এসএসসি পরীক্ষায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ নূরুল আলম বাংলাদেশ কৃষি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এবং মা নাজমা খাতুন একজন গৃহিণী। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। -বিজ্ঞপ্তি
×