ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান ওপেনে ফেবারিটদের জয় জয়কার

প্রকাশিত: ০৭:২০, ১৮ মে ২০১৮

ইতালিয়ান ওপেনে ফেবারিটদের জয় জয়কার

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান ওপেনের দ্বিতীয়পর্বে জয় পেয়েছে সব ফেবারিট তারকারাই। দারুণ জয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস, স্লোয়ানে স্টিফেন্স, জার্মানির এ্যাঞ্জেলিক কারবার, রাশিয়ার মারিয়া শারাপোভা, দারিয়া কাসাতকিনা এবং ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির মতো তারকারা। তবে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা এবং স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা। রোমের এই টুর্নামেন্টের দ্বিতীয়পর্বে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় সিমোনা হ্যালেপের প্রতিপক্ষ ছিলেন নাওমি ওসাকা। কিন্তু জাপানের তরুণ প্রতিভাবান খেলোয়াড় এদিন পাত্তাই পেলেন না। ৬-১ এবং ৬-০ গেমে রীতিমতো ওসাকাকে উড়িয়েই দিলেন শীর্ষ বাছাই হ্যালেপ। ম্যাচের শেষে তাই দারুণ রোমাঞ্চিত রোমানিয়ান তারকা। জানালেন বাকি ম্যাচগুলোতেও ঠিক এমনভাবেই পারফর্ম করতে চান তিনি। এ প্রসঙ্গে হ্যালেপ বলেন, ‘আমি শুরু থেকেই চেষ্টা করেছি পয়েন্ট সংগ্রহ করার জন্য। চেষ্টা করেছি জয়ের জন্যও। তবে তার বিপক্ষে এই কোর্টে খেলাটা খুব কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত জিতেছি এবং এই অনুভূতিটা নিঃসন্দেহে অনেক ভাল। আমি ঠিক আজকের মতোই বাকি ম্যাচগুলোতে খেলতে চাই।’ পরের রাউন্ডে হ্যালেপের প্রতিপক্ষ আমেরিকার মেডিসন কেইস। দ্বিতীয়পর্বে যিনি কঠিন লড়াইয়ের পর ৭-০ (৭/২) এবং ৭-৬ (৭/০) গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার অবাছাই ডোনা ভেকিচকে। ইতালিয়ান ওপেনের দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকিও জয় দিয়ে মিশন শুরু করেছেন। ২৭ বছরের এই টেনিস তারকা বুধবার ৬-১ এবং ৬-৪ গেমে খুব সহজেই পরাজিত করেন বেলজিয়ামের এলিসন ভ্যান উতভাঙ্ককে। এক দশক পর আবারও রোমে একে অপরের মুখোমুখি হলেন মারিয়া শারাপোভা এবং ডোমিনিকা সিবুলকোভা। তবে জয়ের হাসিটা এবার শারাপোভার মুখেই। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা এদিন ৩-৬, ৬-৪ এবং ৬-২ গেমে পরাজিত করেন স্লোভাকিয়ার সিবুলকোভাকে। প্রতিপক্ষকে হারাতে শারাপোভার এদিন সময় লাগে দুই ঘণ্টারও বেশি। শারাপোভার পথে হেঁটেছেন দারিয়া কাসাতকিনাও। টুর্নামেন্টের ১৪তম বাছাই হিসেবে খেলতে নামা কাসাতকিনা এদিন ৬-২ এবং ৬-৩ গেমে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কোলিনসকে পরাজিত করে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেন্স দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬-০, ৫-৭ এবং ৬-৪ গেমে হারিয়েছেন এস্তোনিয়ার কাইয়া কানেপিকে। ফেবারিট হিসেবে কোর্টে নেমে জয়ের দেখা পেয়েছেন এ্যাঞ্জেলিক কারবারও। জার্মান তারকা এদিন ৩-৬, ৭-৫ এবং ৭-৫ গেমে ঘাম ঝরানো জয় পেয়েছেন রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুর বিপক্ষে। অষ্টম বাছাই ভেনাস উইলিয়ামসও জয় পেয়েছেন এদিন। তিন সেটের কঠিন লড়াইয়ের পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা ভেনাস ৬-২, ৪-৬ এবং ৭-৫ গেমে হারিয়েছেন রাশিয়ার এলিনা ভেসনিনাকে। গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬-০ এবং ৬-৪ গেমে তাইপের হেই সু-উইকে হারিয়ে তৃতীয়পর্বের টিকেট কেটেছেন। তবে ফেবারিটদের জয়ের দিনে হেরে গেছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা এবং স্পেনের গারবিন মুগুরুজা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা পিসকোভা দ্বিতীয়পর্বের ম্যাচে জার্মানির মারিয়া সাক্কারির কাছে ৩-৬, ৬-৩ এবং ৭-৫ গেমে হার মানেন। বুধবার দ্বিতীয়পর্বের ম্যাচে হেরে গিয়ে চরম হতাশ হয়ে পড়েন তিনি।
×