ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে চীন

প্রকাশিত: ০৬:০৮, ১৭ মে ২০১৮

এক হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে চীন

স্টাফ রিপোর্টার ॥ আগামী এক বছরে চীন বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে। বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে তার অফিসকক্ষে সাক্ষাতকালে এ কথা জানান বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুও। রাষ্ট্রদূত ঝ্যাং জুও’র নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছে। সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করে। শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা অর্জনে চীন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। চীনে বাংলাদেশী শিক্ষার্থীরা পড়াশোনা করছে। মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকরাও আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও প্রযুক্তির ওপর চীনে প্রশিক্ষণ নিচ্ছেন। শিক্ষামন্ত্রী বলেন, চীন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করছে। বর্তমানে পাঁচ শ’র বেশি কারিগরি শিক্ষক পর্যায়ক্রমে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন। চীনের বৃত্তি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা চীনে পড়াশোনা করছে। গতবছর পলিটেকনিক ইনস্টিটিউটের ৩৫০ শিক্ষার্থী কারিগরি বিষয়ে পড়াশোনা করতে চীনে গেছে। কারিগরি শিক্ষা ক্ষেত্রে এ সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
×