ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৬:২৩, ১৬ মে ২০১৮

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩৫৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৩৩০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৫২টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৪৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, লিগ্যাসি ফুটওয়্যার, কুইন সাউথ টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, আরডি ফুড, মুন্নু সিরামিক, বিবিএস ক্যাবল ও লঙ্কাবাংলা ফাইন্যান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ কুইন সাউথ টেক্সটাইল, লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু স্টাফলার, রূপালী লাইফ, এমবে ফার্মা, সিনোবাংলা, এশিয়া ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার ও মুন্নু সিরামিক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ শ্যামপুর সুগার, ওয়ান ব্যাংক লিমিটেড, এমটিবি, আইটিসি, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, বিআইএফসি, তুং হাই নিটিং, বিআইএফসি, তুং হাই নিটিং, প্রিমিয়ার সিমেন্ট, ইউনিয়ন ক্যাপিটাল ও ফারইস্ট লাইফ। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, গত ৯ দিনে ধারাবাহিকতায় ১০ দিনের মতো পুঁজিবাজারে সূচকের পতন ঘটেছে। তবে সেখানে আগের দিনের তুলনায় ৭.৪ শতাংশ লেনদেন বেড়েছে। উল্লেখযোগ্য, খাতগুলোর মধ্যে জ্বালানি এবং শক্তি খাতের দশমিক ৭ শতাংশ ও ওষুধ ও রসায়ন খাতের দর বেড়েছে দশমিক ২০ শতাংশ দর বেড়েছে। ৩.৯ শতাংশ দর বেড়ে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লেনদেনের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১১৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ এপেক্স ফুটওয়্যার, বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আরডি ফুড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, লিগ্যাসি ফুটওয়্যার, এডভেন্ট ফার্মা, বিএসআরএম লিমিটেড ও স্কয়ার ফার্মা।
×