ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এলমা সিদ্দিকীর প্রথম এ্যালবাম ‘ভালবাসার পরে’

প্রকাশিত: ০৭:১৩, ১৫ মে ২০১৮

এলমা সিদ্দিকীর প্রথম এ্যালবাম ‘ভালবাসার পরে’

সংস্কৃতি ডেস্ক ॥ ইপি (এক্সটেনডেড প্লে) এ্যালবাম নিয়ে সঙ্গীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছেন লোকধারার গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর একমাত্র কন্যা এলমা সিদ্দিকী। বাংলাঢোলের ব্যানারে সম্প্রতি ডিজিটাল আকারে প্রকাশ হয়েছে এ্যালবামটি। এলমা জানান, ‘ভালবাসার পরে’ শিরোনামের এ্যালবামটির প্রকাশনা উপলক্ষে বাংলাফ্লিক্স প্রেজেন্টস বাংলাঢোল স্টুডিও লাইভে এসেছিলেন তিনি। আয়োজনে উপস্থিত ছিলেন তার দুটি গানের গীতিকার শহীদুল্লাহ ফরায়জী ও বাংলাঢোলের উর্ধতন কর্মকর্তারা। এলমার গাওয়া ‘বারুদমাখা ঘরে’ গানটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ, সঙ্গীতায়োজন করেছেন কিশোর। অন্যদিকে ‘আমি কি আর’ গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন যথাক্রমে প্লাবন কোরেশী ও পংকজ। এ্যালবামটি পাওয়া যাচ্ছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেল, বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে। অভিষেক এ্যালবাম নিয়ে উচ্ছ্বসিত এলমা জানান, বিচ্ছিন্নভাবে মঞ্চ ও টেলিভিশনে গাইছেন তিনি। বিটিভির ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখা গেছে তার পরিবেশনা। গান করবেন বলে লন্ডন থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এলমা দেশে ফিরেছেন। বাবার সান্নিধ্যে থেকে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। খুব সহজে তার গাওয়া গানগুলো কণ্ঠে তুলতে পারতেন এলমা। বারী সিদ্দিকীর মতো লোকধারার তো করবেনই, অন্য গানেও আগ্রহ রয়েছে এলমার। তরুণ প্রজন্মের এই গায়িকা আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে বের হবে ‘বারুদমাখা ঘর’ ও ‘আমি কি আর’-এর ভিডিওচিত্র।
×