ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ জাদুঘরের নাট্যোৎসবের সমাপনী

প্রকাশিত: ০৭:১১, ১৫ মে ২০১৮

মুক্তিযুদ্ধ জাদুঘরের নাট্যোৎসবের সমাপনী

স্টাফ রিপোর্টার ॥ আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে চার দিনব্যাপী বিশেষ নাট্য উৎসব সোমবার শেষ হয়েছে। উৎসবের শেষ দিন সোমবার নাগরিক নাট্য সম্প্রদায় ‘ওপেন কাপল’ নাটকের মঞ্চায়ন করে। নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন নাটক ‘ওপেন কাপল’। দারিও ফো এবং ফ্রাঙ্কা রামে রচিত নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সারা যাকের। নাটকের দুটি চরিত্রে অভিনয় করেছেন সারা যাকের ও জিয়াউল হাসান কিসলু আধুনিকতার নামে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর প্রবণতার গল্প নিয়ে লেখা নাটক ‘ওপেন কাপল’। বিয়ে এক মায়াময় সামাজিক বন্ধন। এই বন্ধনের মধ্য দিয়ে সমাজের নৈতিকতা রক্ষা করে বংশবিস্তার করে মানবজাতি। পারস্পরিক বোঝাপড়ার অভাবে এই সম্পর্কে আসে উত্থান-পতন। কখনও কখনও তৃতীয়পক্ষের অনধিকার প্রবেশের কারণে সংসার হয়ে ওঠে জ্বলন্ত আগ্নেয়গিরি। নোবেল বিজয়ী নাট্যকার দারিও ফো এবং তার স্ত্রী ফ্রাংকা রামের লেখা নাটক ‘ওপেন কাপল’ নাটকে উঠে এসেছে মধ্যবয়সী এক দম্পতির দাম্পত্য কলহের নানা দৃশ্যপট। নাট্যজন সারা জাকের ও জিয়াউল হাসান কিসলু অভিনীত এই হাস্যরসাত্মক নাটকটি দর্শকদের মুগ্ধ করে। এর আগে গত ১১ মে শুক্রবার জাদুঘরের মিলনায়তনে চার দিনের নাট্যোৎসবের উদ্বোধন হয়। উৎসবের উদ্বোধনী দিনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাদুঘরের দুই ট্রাস্টি নাট্যজন আলী যাকের ও সারা যাকের। স্বাগত বক্তব্য রাখেন জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় শূন্যন রেপার্টরি থিয়েটারের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘লাল জমিন’। মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকে একক অভিনয় করেন মোমেনা চৌধুরী। ১৪ মে পর্যন্ত চলমান এ নাট্যোৎসবের বাকি দিনগুলোতে আর তিনটি নাটক মঞ্চস্থ হয়। এর মধ্যে ১২ মে মঞ্চস্থ হয় বুয়েট ড্রামা সোসাইটি ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’, ১৩ মে বিবর্তন যশোর ঢাকা ইউনিটের ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’ নাটক মঞ্চস্থ করে। আর গতকাল সোমবার নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘ওপেন কাপল’ নাটকের মঞ্চায়নের মাধ্যমে উৎসবের সমাপনী হয়।
×