ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে তরুণ লীগ নেতাকে বোমা মেরে হত্যা

প্রকাশিত: ০৭:০৯, ১৫ মে ২০১৮

যশোরে তরুণ লীগ নেতাকে বোমা মেরে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলামকে (৩৫) বোমা মেরে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১২টার দিকে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরুল শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার ফজলুর রহমানের ছেলে। এ হামলায় সন্তোষ ঘোষ (৩৫) নামে এক যুবলীগ কর্মীও আহত হয়েছেন। আহত সন্তোষ ঘোষ পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার নারায়ণ ঘোষের ছেলে। হামলায় নিহত মনিরুল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার গ্রুপের অনুসারী এবং হামলাকারীরা একই দলের সংসদ সদস্য কাজী নাবিল গ্রুপের বলে দাবি করা হয়েছে। সোমবার দুপুরে নিহতের লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ, ছাত্রলীগ তরুণ লীগের নেতারা। পুলিশ জানায়, রবিবার রাত পৌনে ১২টার দিকে শহরের পালবাড়ি এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন মনিরুল ও সন্তোষ। এ সময় ৭/৮ দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে কয়েকটি বোমা হামলা চালায়। বোমার আঘাতে মনিরুল পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত মনিরুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসার অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যান। বোমার স্পিøন্টারের আঘাতে আহত সন্তোষ হাসপাতালে চিকিৎসাধীন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানিয়েছেন, হাসপাতালে আনার কিছুক্ষণ পর মনিরুল মারা যান। বোমার স্পিøন্টারে তার শরীর ও মাথা ক্ষতবিক্ষত হয়। নিহত মনিরুলের মামাত ভাই সাইফুল জানান, এলাকার পূর্ব বিরোধের জের ধরে শহিদুল, মোস্তসহ তাদের লোকজন এ হত্যাকা- ঘটিয়েছে। এই সন্ত্রাসীরা পাঁচ বছর আগে এলাকায় টুলু হত্যাকা- ঘটিয়েছিল।
×