ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত দুই

প্রকাশিত: ০৭:০৮, ১৫ মে ২০১৮

খুলনায় ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত দুই

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলার রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন নারীসহ ২ ভ্যানযাত্রী। এ সময়ে আহত হয়েছে আরও ২ জন। নিহতরা হলেন আব্দুস সাত্তার (৫৫) ও পলি বেগম (৩৫) । সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানা, বাগেরহাটের দিক থেকে আসা একটি ট্রাক জাবুসার চৌরাস্তা মোড়ে বিপরীতমুখী একটি যাত্রীবাহী ভ্যানকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে মারা যান দুজন এবং আহত হন আরও দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। কিশোরগঞ্জে সাবেক কাউন্সিলর নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার করিমগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার ফজলুল করিম খান সানু (৫৫) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শাহ মাজহারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রবিবার সন্ধ্যারাতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সখিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সাবেক কাউন্সিলর ফজলুল করিম খান সানু ওইদিন সন্ধ্যার পর করিমগঞ্জ থেকে শাহ মাজহারুল ইসলামকে সঙ্গী করে মোটরসাইকেলে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে করিমগঞ্জের সখিনার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। নবাবগঞ্জে শিশু নিজস্ব সংবাদদাতা দোহার-নবাবগঞ্জ থেকে জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাবেয়া (৫) নামে একটি শিশু ট্রলি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কোমরগঞ্জ ব্রিজের ঢালে বাহ্রা চরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া উপজেলার টিকরপুর গ্রামের মোবারক হোসেনের মেয়ে বলে জানা গেছে। জানা যায়, কোমরগঞ্জ ব্রিজের ঢালে বাহ্রা চরকান্দা এলাকায় সকাল ১০টার দিকে কয়েক শিশু খেলা করছিল। এ সময় রাবেয়া দৌড়ে রাস্তা পার হতে গেলে কোমরগঞ্জ থেকে আসা একটি ট্রলি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শাহজাদপুরে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর থেকে জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘাতক ট্রাক ঢুকেছে বসতঘরে । এ সময় একজন নিহত হয়েছে। এলাকাবাসী জানায়, রবিবার রাত আড়াইটার সময় উপজেলার বাঘাবাড়ি থেকে বগুড়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌর সদরে দারিয়াপুর এল,এস,ডি গোডাউনের সামনে একটি বসতঘরে ঢুকে গেলে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে হযরত আলী বাদশা (৯৬) নামের এক বৃদ্ধ মারা যায়। এ সময় ট্রাকটির চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
×