ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশী দূতাবাসের সামরিক কর্মকর্তাদের রোহিঙ্গা শিবিরে নেয়া হচ্ছে আজ

প্রকাশিত: ০৮:৩৪, ১৪ মে ২০১৮

বিদেশী দূতাবাসের সামরিক কর্মকর্তাদের রোহিঙ্গা শিবিরে নেয়া হচ্ছে আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ সরকার ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসের সামরিক কর্মকর্তাদের রোহিঙ্গা শিবিরগুলোর অবস্থা দেখাতে সোমবার কক্সবাজারে নিয়ে যাচ্ছে। যদিও কূটনীতিকদের বহুবার রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার চিত্র সরেজমিনে দেখানোর জন্য সেখানে নিয়ে গিয়েছে বাংলাদেশ। তবে সামরিক এটাশেদের সেখানে নেয়ার উদ্যোগ এই প্রথম। খবর বিবিসির। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা এবং সৌদি আরবসহ ১৪টি দেশের মিলিটারি এটাশে বা সামরিক কর্মকর্তাদের ১৪ মে সোমবার কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে নেয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রগুলো বলেছে, চীনা দূতাবাসে কর্মরত মিলিটারি এটাশে ঢাকার বাইরে থাকায় যেতে পারছেন না। অন্যদিকে মিয়ানমারের মিলিটারি এটাশেকে নেয়া হচ্ছে না বা তাকে আমন্ত্রণই জানানো হয়নি। বিভিন্ন দেশের মিলিটারি এটাশেরা দুদিনের সফরের সময় রোহিঙ্গা শিবির পরিদর্শন করে শরণার্থীদের বক্তব্য শুনবেন। এছাড়া সীমান্তের যে পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বেশি এসেছে, সেই সীমান্ত এলাকা এবং বিজিবির একটি চৌকি এলাকা তারা পরিদর্শন করবেন। সামরিক কর্মকর্তাদের এভাবে শরণার্থী শিবিরে নিয়ে যাওয়ার কারণ হিসেবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর এর পরিচালক লে. কর্নেল আলমগীর কবির বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে বিভিন্ন দেশের সামরিক বাহিনীও যাতে জানতে পারে, সেজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। যেহেতু এটা আন্তর্জাতিক সমস্যা বিভিন্ন দেশের মিলিটারি এটাশেরা আমাদের দেশে আছেন। আর এই সমস্যাটা সরকার থেকে বিভিন্ন দেশের কাছে তুলে ধরা হয়েছে। এনজিওগুলোও এগিয়ে এসেছে। কিন্তু মিলিটারি যে লাইনটা আছে, তাদের কাছে সমস্যাটা উপস্থাপন করা হয়নি। তারাও অনেকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। সেজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।
×